ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার মা আমরা ধর্ম চর্চা করবো, কারো প্রতি বিদ্ধেষ করবোনা: ধর্ম উপদেষ্টা টঙ্গীতে ফ্ল্যাটে ঢুকে দুই শিশুকে কুপিয়ে হত্যা আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রত্যাশা: ড. খলিলুর রহমান ৫ মাসেও সন্ধান মিলেনি উখিয়ায় অপহ্নত ৪ জেলের : পরিবারে চলছে শোকের মাতম আগামীকালের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয়  চট্টগ্রামের সাতকানিয়ায় যুবলীগ নেতা ইউছুফ আটক গাছ কাটাকে কেন্দ্র করে মাকে হত্যা; ছেলে গ্রেফতার প্রেমিকের প্রলোভনে স্বামীকে তালাক, বিয়ের দাবিতে প্রেমিকার অনশন পুলিশের মদদে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও হয়রানির অভিযোগ

পিএসজিতে মেসিকে হিংসা করতেন এমবাপে: নেইমার

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ১১:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫
  • / ৪৯ Time View

বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে লিওনেল মেসি যোগ দিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। তবে মেসির পিএসজিতে যোগ দেয়ার বিষয়টা নিয়ে মোটেও খুশি ছিলেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এমনটাই দাবি করেছেন মেসি-নেইমারদের সাবেক সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি জানিয়েছেন, এমবাপে মেসিকে হিংসা করতেন।

২০১৭ সাল থেকে ফরাসি ক্লাবে খেলছিলেন এমবাপে। প্রথমে মোনাকো থেকে লোনে তাকে নিয়েছিল পিএসজি। পরে কিনে নেয় ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকাকে। আবার বার্সেলোনা থেকে ব্রাজিল তারকা নেইমার ২০১৭ সালে যোগ দেন পিএসজিতে। ২০২১ সালে মেসিকে কেনে পিএসজি। কিন্তু মেসি যখন যোগ দিয়েছিলেন, তখন এমবাপে তাকে হিংসা করতে শুরু করেন বলে জানিয়েছেন নেইমার।

ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার রোমারিওর একটি অনুষ্ঠানে যোগ দেন নেইমার। সেখানে তিনি জানিয়েছেন, তিন দেশের তিন ফুটবলারের পিএসজিতে একই সময়ে খেলার কথা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন এমবাপে। বর্তমানে তিনি ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক। মেসি অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন পরেরবার (২০২২ সালে)। নেইমার খেলেন ব্রাজিলের হয়ে। তিনি পরের (২০২৬) বিশ্বকাপ খেলে অবসর নিতে চান। তবে, বিশ্বকাপ জিততে পারেননি এখনও।

২০২৩ সালে পিএসজি ছাড়েন মেসি এবং নেইমার। মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। নেইমার যোগ দেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। তিনি এমবাপে সম্পর্কে বলেন, ‘এমবাপের সঙ্গে আমার সমস্যা ছিল। ঝগড়াও হয়েছিল। তবে সে তখন বাচ্চা ছেলে। আমি ওর সঙ্গে কথা বলতাম, মজা করতাম। বলতাম একদিন সে সেরা ফুটবলার হবে। আমার বাসায় এসে খাওয়াদাওয়া করেছিল সে; কিন্তু মেসি পিএসজিতে আসার পর আমাদের সম্পর্ক বদলে যায়। সে চাইতো না আমি অন্য কারও সঙ্গে বেশি মেলামেশা করি। তাই মেসি আসার পর আমার সঙ্গে এমবাপের সম্পর্ক খারাপ হয়।’

Please Share This Post in Your Social Media

পিএসজিতে মেসিকে হিংসা করতেন এমবাপে: নেইমার

স্পোর্টস ডেস্ক
Update Time : ১১:০৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে লিওনেল মেসি যোগ দিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। তবে মেসির পিএসজিতে যোগ দেয়ার বিষয়টা নিয়ে মোটেও খুশি ছিলেন না ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এমনটাই দাবি করেছেন মেসি-নেইমারদের সাবেক সতীর্থ ব্রাজিলিয়ান তারকা নেইমার। তিনি জানিয়েছেন, এমবাপে মেসিকে হিংসা করতেন।

২০১৭ সাল থেকে ফরাসি ক্লাবে খেলছিলেন এমবাপে। প্রথমে মোনাকো থেকে লোনে তাকে নিয়েছিল পিএসজি। পরে কিনে নেয় ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকাকে। আবার বার্সেলোনা থেকে ব্রাজিল তারকা নেইমার ২০১৭ সালে যোগ দেন পিএসজিতে। ২০২১ সালে মেসিকে কেনে পিএসজি। কিন্তু মেসি যখন যোগ দিয়েছিলেন, তখন এমবাপে তাকে হিংসা করতে শুরু করেন বলে জানিয়েছেন নেইমার।

ব্রাজিলের সাবেক বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার রোমারিওর একটি অনুষ্ঠানে যোগ দেন নেইমার। সেখানে তিনি জানিয়েছেন, তিন দেশের তিন ফুটবলারের পিএসজিতে একই সময়ে খেলার কথা। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতেন এমবাপে। বর্তমানে তিনি ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক। মেসি অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন পরেরবার (২০২২ সালে)। নেইমার খেলেন ব্রাজিলের হয়ে। তিনি পরের (২০২৬) বিশ্বকাপ খেলে অবসর নিতে চান। তবে, বিশ্বকাপ জিততে পারেননি এখনও।

২০২৩ সালে পিএসজি ছাড়েন মেসি এবং নেইমার। মেসি যোগ দেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। নেইমার যোগ দেন সৌদি আরবের ক্লাব আল হিলালে। তিনি এমবাপে সম্পর্কে বলেন, ‘এমবাপের সঙ্গে আমার সমস্যা ছিল। ঝগড়াও হয়েছিল। তবে সে তখন বাচ্চা ছেলে। আমি ওর সঙ্গে কথা বলতাম, মজা করতাম। বলতাম একদিন সে সেরা ফুটবলার হবে। আমার বাসায় এসে খাওয়াদাওয়া করেছিল সে; কিন্তু মেসি পিএসজিতে আসার পর আমাদের সম্পর্ক বদলে যায়। সে চাইতো না আমি অন্য কারও সঙ্গে বেশি মেলামেশা করি। তাই মেসি আসার পর আমার সঙ্গে এমবাপের সম্পর্ক খারাপ হয়।’