পার্ক করা গাড়িতে মিলল অভিনেতার মরদেহ

- Update Time : ০৭:২৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
- / ১৩ Time View
জনপ্রিয় মালয়ালাম অভিনেতা বিনোদ থমাসকে একটি হোটেলে পার্ক করা গাড়ির মধ্যে মৃত অবস্থায় পাওয়া গেছে। শনিবার পুলিশ অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৪৫ বছর।
পুলিশ জানায়, কোত্তায়ামের পম্পেদি এলাকার সামনে একটি হোটেল থেকে পুলিশকে জানানো হয় যে একজন ব্যক্তি দীর্ঘ সময় ধরে তাদের প্রাঙ্গণে পার্ক করা একটি গাড়ির ভেতর রয়েছেন।
এরপর তাকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। অভিনেতার দেহ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ আরো জানায়, অভিনেতার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তার পরিবারকে অবগত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হবে।
মালয়ালাম চলচ্চিত্র ‘আয়্যাপ্পানুম কোশিয়াম’, ‘নাথোলি ওরু চেরিয়া মিনাল্লা’, ‘ওরু মুরাই ভান্থ পাঠায়া’, ‘হ্যাপি ওয়েডিং’ এবং ‘জুন’-এর মতো দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন থমাস।
সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস