ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ২০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র আত্মপ্রকাশ : ছাত্রলীগের হামলা মুক্তি পেল বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে নির্মিত সিরিজ ‘ক্যাম্পাস রিটার্নস’ সারাদেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ভারতের মেঘালয় ঢাবিতে শুরু হচ্ছে ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব-২০২৩ ঢাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ৯৯ শিক্ষার্থীকে শাস্তি ঢাবিতে যৌন হয়রানি মারধর ও গবেষণাপত্রে চুরির দায়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা খালেদা জিয়ার কিছু হলে দায় বিএনপির শীর্ষ নেতাদের: হানিফ চবিতে সাংবাদিকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির চায় ডুজা লালবাগে ভবনের আগুন নিয়ন্ত্রণে লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

পাবনায় বিএনপির কর্মসূচি শেষে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ২০

পাবনা প্রতিনিধি
  • Update Time : ১০:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৭৮ Time View

পাবনায় সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির ওপর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

দেশে ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির’ প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনা বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশ শেষে ফেরার পথে তাদের ওপর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ার সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মী ও প্রত্যেক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের কাছে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল। সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা লতিফ টাওয়ারের সামনে আসলে ট্রাফিক মোড়ে অবস্থান নেওয়া যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামিনসহ অন্তত ২০-২৫ জন আহত হয়।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার সাংবাদিকদের জানান, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে নেতাকর্মীদের আহত করেছে।’

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘সেসময় আমাদেরও শান্তি সমাবেশ চলছিল।’

এ ধরনের হামলার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

পাবনায় বিএনপির কর্মসূচি শেষে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ২০

Update Time : ১০:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

দেশে ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির’ প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনা বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশ শেষে ফেরার পথে তাদের ওপর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ার সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মী ও প্রত্যেক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের কাছে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল। সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা লতিফ টাওয়ারের সামনে আসলে ট্রাফিক মোড়ে অবস্থান নেওয়া যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামিনসহ অন্তত ২০-২৫ জন আহত হয়।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার সাংবাদিকদের জানান, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে নেতাকর্মীদের আহত করেছে।’

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘সেসময় আমাদেরও শান্তি সমাবেশ চলছিল।’

এ ধরনের হামলার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি।