ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
রূপগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় বাজার থেকে ৬০০ কেজি সরকারি চাল উদ্ধার সিলেটে দুই বছরের শিশুকে ধর্ষণঃ অভিযুক্ত বালক কারাগারে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে তাই আন্দোলনে নেমেছি : গোলাম পরওয়ার আমি যে কাজ করেছি তা বাংলাদেশের ইতিহাসে কোনদিন হয়নিঃ আসিফ নজরুল রূপগঞ্জে চাঁদাবাজি ও প্রবাসীদের মারধরের অভিযোগে ১২ হিজড়া গ্রেফতার স্ত্রীকে তালাক দিয়ে যুবকের ৪০ কেজি দুধ দিয়ে গোসল সচিবালয়কে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে সরকারের সিদ্ধান্ত কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ‘ধর্ষণের পর’ হত্যা করা হয়েছে: আসামির স্বীকারোক্তি ব্রাজিল সফরে প্রধান বিচারপতি

পাবনায় বিএনপির কর্মসূচি শেষে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ২০

পাবনা প্রতিনিধি
  • Update Time : ১০:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ৩৩০ Time View

পাবনায় সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির ওপর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছবি: সংগৃহীত

দেশে ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির’ প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনা বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশ শেষে ফেরার পথে তাদের ওপর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ার সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মী ও প্রত্যেক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের কাছে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল। সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা লতিফ টাওয়ারের সামনে আসলে ট্রাফিক মোড়ে অবস্থান নেওয়া যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামিনসহ অন্তত ২০-২৫ জন আহত হয়।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার সাংবাদিকদের জানান, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে নেতাকর্মীদের আহত করেছে।’

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘সেসময় আমাদেরও শান্তি সমাবেশ চলছিল।’

এ ধরনের হামলার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

পাবনায় বিএনপির কর্মসূচি শেষে যুবলীগ-ছাত্রলীগের হামলা, আহত ২০

পাবনা প্রতিনিধি
Update Time : ১০:১২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

দেশে ‘অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির’ প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাবনা বিদ্যুৎ অফিসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।

সমাবেশ শেষে ফেরার পথে তাদের ওপর যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে বিএনপির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা শহরের বড় ব্রিজের পাশে লতিফ টাওয়ার সামনে এ ঘটনা ঘটে।

বিএনপির নেতাকর্মী ও প্রত্যেক্ষদর্শীরা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের কাছে বড় ব্রিজের পাশে ঘোড়া স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছিল। সমাবেশ শেষে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা লতিফ টাওয়ারের সামনে আসলে ট্রাফিক মোড়ে অবস্থান নেওয়া যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দল নেতা ইয়ামিনসহ অন্তত ২০-২৫ জন আহত হয়।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার সাংবাদিকদের জানান, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে নেতাকর্মীদের আহত করেছে।’

এদিকে, হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, ‘সেসময় আমাদেরও শান্তি সমাবেশ চলছিল।’

এ ধরনের হামলার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় কোনো অভিযোগ করা হয়নি।