‘পাঠান’ মুক্তি পেছাতে জায়েদ খানের অনুরোধ
- Update Time : ০১:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ২৩৩ Time View
কাগজপত্র ঠিকঠাক করে চলচ্চিত্র পরিষদের সম্মতিপত্র নিয়ে সেন্সরবোর্ডে জমা দিলেই মিলে যাবে প্রদর্শনের অনুমতি। সম্ভাব্য দিন ৫ মে। তবে তার আগে ঈদে মুক্তিপ্রাপ্ত আট সিনেমার মধ্যে সাত সিনেমা দেখতে ১৭০ প্রেক্ষাগৃহে দর্শক সমাগমে সংশ্লিষ্ট প্রযোজক-পরিচালক ও শিল্পীদের মনে আশা সঞ্চারিত হয়েছে। তারা এ মুহূর্তে উপমহাদেশীয় সিনেমার আমদানি পিছিয়ে দিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরাবর আহ্বান জানিয়েছেন। তাদের এমন আহ্বানে প্রদর্শক সমিতির নেতারাও সায় দিয়েছেন। তাদের সঙ্গে এবার যোগ দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক জনপ্রিয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।
আজ বুধবার বিকালে সামাজিক যোগাযোগম মাধ্যমে এ নিয়ে একটি পোস্ট দেন এই চিত্রনায়ক। সেখানে তিনি দেশীয় চলচ্চিত্রের প্রযোজকদের বাঁচাতে ‘পাঠান’ মুক্তি পেছানোর জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছে অনুরোধও জানিয়েছেন।
জায়েদ খান তার পোস্টে লিখেন- ‘এই ঈদে যার যার সিনেমা মুক্তি পেয়েছে, তারা সবাই সর্বোচ্চ দিয়ে নিজের সিনেমার প্রচারণা চালিয়ে যান। কিন্তু কেউ কারো সিনেমা নিয়ে কিংবা কেউ কাউকে কটুক্তি করবেন না প্লিজ। দর্শকের কাছে আমাদের সন্মান এমনিতে তলানিতে, তাদের কাছে আমাদের নিজেদের আর ছোট না করি। ঈদের সব সিনেমা ব্যবসাসফল হোক এই কামনা করছি। আর একটা কথা ঈদের সিনেমাগুলোকে আরো কয়েক সপ্তাহ ব্যবসা করার সুযোগ দেওয়া উচিত।বাংলাদেশী চলচ্চিত্র শিল্পী ও কলা-কুশলীদের বাঁচার সুযোগ তৈরী হোক। তার আগে পর্যন্ত হিন্দি সিনেমা মুক্তি বন্ধ রাখা হোক। মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়, হিন্দি সিনেমা আমদানিকারক, হল মালিকদের এ বিষয়ে অনুরোধ রইল।’
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়