পাকিস্তানের সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলা; ৪ সেনা সহ নিহত ৮
নওরোজ আন্তর্জাতিক ডেস্ক
- Update Time :
১০:১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- /
২০৭
Time View
সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার ভোরের দিকের এই হামলায় অন্তত চার সেনা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচ সেনা।পাকিস্তানি সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসীরা বেলুচিস্তানের উত্তরাঞ্চলের ঝোব ঘাঁটিতে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।
এ বিষয়ে সেনাবাহিনী বলেছে, সামরিক ঘাঁটিতে প্রবেশের সময় সেনাদের তল্লাশির মুখে গুলিবর্ষণ ও বিস্ফোরণ ঘটিয়েছেন সন্ত্রাসীরা।
এ সময় সেনাদের পাল্টা গুলিতে অন্তত তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অপর দুই হামলাকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে আইএসপিআর জানিয়েছে।
দেশটির তিনটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলেছে, বুধবার ভোরের দিকে উত্তর বেলুচিস্তানের সামরিক ঘাঁটিতে কয়েকজন সন্ত্রাসী ওই হামলা চালিয়েছে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, দেশের নিরাপত্তা বাহিনী বেলুচিস্তান ও পাকিস্তানের শান্তি বিনষ্টের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।এর আগে ঝোব জেলা কমিশনার (ডিসি) আজিম কাকার দেশটির সংবাদমাধ্যম ডন ডটকমকে বলেছিলেন, ঝোবের সেনানিবাস এলাকায় হামলা হয়েছে। তিনি বলেন, বন্দুকযুদ্ধের মাঝে পড়ে একজন নারী বেসামরিক নাগরিক নিহত ও অন্য পাঁচজন আহত হয়েছেন।
গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদুস বিজেঞ্জো ঝোব ঘাঁটিতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন।
একই সঙ্গে দ্রুতগতিতে পদক্ষেপ নিয়ে হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়ায় দেশটির সেনাবাহিনীর প্রশংসা করেছেন তিনি।
Please Share This Post in Your Social Media