পাকিস্তানে সরকারি কর্মকর্তাদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা

- Update Time : ১১:২৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- / ৫১ Time View
কঠোর নীতি বাস্তবায়ন করতে যাচ্ছে পাকিস্তান সরকার। অনুমতি ছাড়া পাকিস্তানে সামাজিক যোগযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন না দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি তথ্য ফাঁস হওয়া রোধে দেশটির সরকার এ পদক্ষেপ নিয়েছে।
জানা গেছে, অনুমতি ছাড়া পাকিস্তানে সামাজিক যোগযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। সরকারি তথ্য ফাঁস হওয়া রোধে দেশটির সরকার এ পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পাকিস্তানের সরকারের একটি অফিস আদেশ অনুসারে, সরকারি কর্মচারী বিধিমালা, ১৯৬৪-এর অধীনে নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। আদেশ অনুসারে, সরকারি কর্মচারীরা অনুমতি ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত বা বক্তৃতা শেয়ার করতে পারবেন না। এই আদেশ না মানলে এবং নির্দেশনা লঙ্ঘন করা হলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়