পাওনা আটকে রাখায় মোদী সরকারের বিরুদ্ধে তামিলনাড়ুর মামলা

- Update Time : ১১:০১:১২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ২১ Time View
প্রাপ্য অর্থ আটকে রাখার অভিযোগ তুলে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে তামিলনাড়ু রাজ্যের ডিএমকে-কংগ্রেস জোট সরকার। রাজ্য সরকারের অভিযোগ, তারা কেন্দ্রীয় শিক্ষানীতি মানেনি বলে রাজ্যের পাওনা টাকা আটকে রাখা হয়েছে। এর জন্য ২০২৪-২৫ অর্থবছরে রাজ্যে পুরো শিক্ষা প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে।
তামিলনাড়ু সরকারের অভিযোগ, জাতীয় শিক্ষানীতি কার্যকর না করায় কেন্দ্রীয় সরকার শিক্ষা বিস্তারে তামিলনাড়ুকে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে। পুরো শিক্ষা প্রকল্পে প্রাপ্য ২ হাজার ১৫১ কোটি রুপি দিচ্ছে না মোদী সরকার। তামিলনাড়ুর অভিযোগ, এর ফলে রাজ্যের স্কুলপড়ুয়ারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
সুপ্রিম কোর্টে তামিলনাড়ু সরকার এ কথাও জানিয়েছে, গত বছরের ১৬ ফেব্রুয়ারি কেন্দ্রের প্রকল্প অনুমোদন বোর্ডের বৈঠক বসেছিল। বৈঠকের পর বোর্ড জানিয়েছিল, তারা তামিলনাড়ু সরকারের প্রয়োজন সম্পর্কে অবহিত আছে। ওই বৈঠকের পর রাজ্যের জন্য ২ হাজার ৫৮৫ কোটি ৯৯ লাখ রুপি শিক্ষা খাতে বরাদ্দ হয়।
মোট বরাদ্দের ৬০ শতাংশ কেন্দ্রীয় সরকারের অনুদান, বাকি ৪০ শতাংশ রাজ্যের খরচ করার কথা। সেই অনুপাতে কেন্দ্রীয় বরাদ্দ ২ হাজার ১৫১ কোটি। ওই টাকা ২০২৪-২৫ অর্থবছরে পাওয়ার কথা ছিল, কিন্তু তা দেওয়া হয়নি। সর্বোচ্চ আদালতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যের অভিযোগ, জাতীয় শিক্ষানীতির বিরোধিতার জন্যই ওই টাকা আটকে রাখা হয়েছে। অন্যায়ভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।
কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তামিলনাড়ুর ডিএমকে-কংগ্রেস জোট সরকারের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই খারাপ যাচ্ছে। রাজ্যপাল আর এন রবির সঙ্গে প্রায় প্রতিনিয়তই তামিলনাড়ু সরকারের ঝগড়া চলছে। একাধিক প্রস্তাবে সম্মতি না দিয়ে ফেলে রাখার জন্য তামিলনাড়ু সরকার এর আগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল।
সেই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন, রাজ্যপাল ও রাষ্ট্রপতি কেউই অনির্দিষ্টকাল বিলে সই না করে থাকতে পারেন না। তিন মাসের মধ্যে বিলে সম্মতি না দিলে সেই বিল পাস হয়েছে বলে ধরে নেওয়া হবে। ওই রায় ঘিরে সৃষ্টি হয়েছে নতুন জটিলতা। সুপ্রিম কোর্টের কাছে এই রায়ের ব্যাখ্যা জানতে চেয়েছেন ভাতের প্রেসিডেন্ট।
২০২০ সালে নরেন্দ্র মোদীর সরকার নতুন কেন্দ্রীয় শিক্ষানীতি চালু করে। সেই নীতিতে প্রতি রাজ্যের সরকারি বিদ্যালয়ে তিনটি ভাষা শেখার ওপর জোর দেওয়া হয়। স্থানীয় ভাষা ও ইংরেজির সঙ্গে হিন্দি শেখা বাধ্যতামূলক করা হয়। তামিলনাড়ু সরকার এভাবে জোর করে হিন্দি শেখানোর বিরোধিতা করে। এই ‘আগ্রাসনের’ বিরুদ্ধে অহিন্দিভাষী রাজ্যগুলোকেও একত্রে করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।
সূত্র: এনডিটিভি