ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইসরাইলি পণ্য বয়কট করছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান ফিলিস্তিনের পক্ষ নেয়ায় ইংলিশ কিংবদন্তি লিনেকারকে ছাঁটাই করল বিবিসি কুবিতে বহিষ্কৃত শিক্ষার্থী দিলেন সেমিস্টার ফাইনাল পরীক্ষা নির্বাচন পেছাতে ষড়যন্ত্র-চক্রান্ত শুরু হয়েছে : মির্জা ফখরুল আইনশৃঙ্খলা নিয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্সের মিথ্যা তথ্য দিয়ে জনগণকে ভুল বুঝানোর চেষ্টা করছে সরকারের উপদেষ্টা : ইশরাক সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না : রিজভী আন্দোলনকারীদের নতুন নির্দেশনা দিলেন ইশরাক ইরান কখনোই বাহ্যিক চাপের কাছে মাথানত করবে না

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : ০৩:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / ৯৮ Time View

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে ৯ বছরের বাংলাদেশি দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ। নরওয়ের গ্র্যান্ডমাস্টার কার্লসেনকে অনেকে ইতিহাসের সেরা দাবাড়ু মনে করেন।

রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক নিজের ফেসবুক স্ট্যাটাসের মধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে নাঈম লেখেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না। আমি তাই আমার চেস ডট কমের আইডিয়াটা দিলাম, সে খেলল ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফরম্যাটে ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল।’

জানা গেছে, বুলেট ব্রলে শনিবার কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। এই ফরম্যাটে প্রত্যেক দাবাড়ুকে সর্বোচ্চ এক মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যেই কার্লসেনকে হারিয়ে বাজিমাত করে মুগ্ধ। যদিও কার্লসেন নিজে থেকেই হার মেনে নেন। তাই আর কিস্তিমাতের প্রয়োজন পড়েনি। অনলাইন এই গেমটি খেলতে হয় চেস ডট কমে। কোনো টাইটেল (খেতাব) না থাকায় মুগ্ধ নিজের আইডি থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তাই ফিদেমাস্টার নাঈম হকের প্রোফাইল থেকেই খেলতে থাকে সে। মাউসের অনিচ্ছাকৃত ক্লিকের কারণে কুইনের চাল ভুল জায়গায় দেন কার্লসেন। আর সেটাই জয়ের সুযোগ তৈরি করে দেয় মুগ্ধর জন্য।

 

Please Share This Post in Your Social Media

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
Update Time : ০৩:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছে ৯ বছরের বাংলাদেশি দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ। নরওয়ের গ্র্যান্ডমাস্টার কার্লসেনকে অনেকে ইতিহাসের সেরা দাবাড়ু মনে করেন।

রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক নিজের ফেসবুক স্ট্যাটাসের মধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক পোস্টে নাঈম লেখেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না। আমি তাই আমার চেস ডট কমের আইডিয়াটা দিলাম, সে খেলল ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান তিন ফরম্যাটে ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল।’

জানা গেছে, বুলেট ব্রলে শনিবার কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। এই ফরম্যাটে প্রত্যেক দাবাড়ুকে সর্বোচ্চ এক মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যেই কার্লসেনকে হারিয়ে বাজিমাত করে মুগ্ধ। যদিও কার্লসেন নিজে থেকেই হার মেনে নেন। তাই আর কিস্তিমাতের প্রয়োজন পড়েনি। অনলাইন এই গেমটি খেলতে হয় চেস ডট কমে। কোনো টাইটেল (খেতাব) না থাকায় মুগ্ধ নিজের আইডি থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তাই ফিদেমাস্টার নাঈম হকের প্রোফাইল থেকেই খেলতে থাকে সে। মাউসের অনিচ্ছাকৃত ক্লিকের কারণে কুইনের চাল ভুল জায়গায় দেন কার্লসেন। আর সেটাই জয়ের সুযোগ তৈরি করে দেয় মুগ্ধর জন্য।