‘পদ্মা সেতুতে মোটরসাইকেলের অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার’
- Update Time : ০৯:৫০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ২৮৮ Time View
পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতিকে তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন।’
বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল চলাচল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, অনিয়েমর কারণে এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছিল। মানুষের মধ্যে বিবেক জাগ্রত হয়েছে। তাই আবারও মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। সেতুতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাইকারদের হুঁশিয়ার করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সেতুতে ঘণ্টায় সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার, সেতুর ওপর দাঁড়ানো ও ছবি তোলা থেকে বিরত থাকাসহ সবগুলো নিয়ম-কানুন মেনে মোটরসাইকেল চালাতে হবে। নিয়ম ভঙ্গ করলে চলাচলে আবারও বন্ধ করা হতে পারে। পাশাপাশি নিয়ম ভঙ্গকারীকে অভিযোগ অনুসারে শাস্তি নিশ্চিত করা হবে।
এ সময় নিয়ম মেনে মোটরসাইকেল চলায় বাইকারদের ধন্যবাদ দেন এবং শৃঙ্খলার এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। নিযম না মেনে চললে মোটরসাইকেল চলাচল আবার বন্ধ হয়ে যেতে পারে বলেও সতর্ক করেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।
পরে ওবায়দুল কাদের মাওয়া ও জাজিরা প্রান্তসহ পুরো পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং নিজে পদ্মা সেতুর টোল পরিশোধ করেন।