ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, আটক ৫

নওরোজ ডেস্ক
  • Update Time : ০২:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • / ২১ Time View

মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচর অংশে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোররাত পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম এ অভিযান চালায়।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞার প্রথম দিনেই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে চরজানাজাত নৌ পুলিশ ও মৎস্য অফিসের একটি দল পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় তারা পাঁচ জেলেসহ জাল ও ব্যাটারি, কন্ট্রোলার ও মাছ জব্দ করে। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, প্রথম দিনে আমরা রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চেয়ে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ পদ্মা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

পদ্মায় মা ইলিশ রক্ষায় অভিযান, আটক ৫

নওরোজ ডেস্ক
Update Time : ০২:২৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীর শিবচর অংশে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে রোববার ভোররাত পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশের টিম এ অভিযান চালায়।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞার প্রথম দিনেই উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিমের নেতৃত্বে চরজানাজাত নৌ পুলিশ ও মৎস্য অফিসের একটি দল পদ্মা নদীতে অভিযান চালায়। এ সময় তারা পাঁচ জেলেসহ জাল ও ব্যাটারি, কন্ট্রোলার ও মাছ জব্দ করে। পরে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম বলেন, প্রথম দিনে আমরা রাত থেকে ভোর পর্যন্ত অভিযান চালিয়েছি। গতবারের চেয়ে এবারের অভিযান আরও জোরালো করা হবে। যাতে কেউ পদ্মা নদী থেকে নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে না পারে।

নওরোজ/এসএইচ