পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

- Update Time : ০৯:১৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- / ২১৮ Time View
পঞ্চগড়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নে চ্যালেঞ্জসমুহ উত্তোরনে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় এ আয়োজন করেন।
উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান এর সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপক জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়।
এ সময় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম ফারুক,সমাজসেবা অফিসার(রেজিস্ট্রেশন) জহিরুল ইসলাম।
সেমিনারে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা অংশ নেয়।
সেমিনারে বক্তারা বলেন,দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠি সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনার জন্য সমাজ সেবা অধিদপ্তর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। যা সামাজিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
এর আগে বুধবার উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ক শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।