ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই : রুমিন ফারহানা কিশোরগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে ছাত্রলীগ নেতার ভুয়া নিয়োগ মোহাম্মদপুর থানার বিতর্কিত ওসি আলী ইফতেখারসহ ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘেটু জাহিদুরের প্রমোশন সাবেক আইনমন্ত্রীকে খুশি করে বিচার বিভাগকে নাচায় পিএস মাসুম শিক্ষক নিবন্ধনের বিষয়ভিত্তিক পরীক্ষায় প্রথম কুবির সাবরিনা অনিয়মের বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা সাদাপাথর লুটকারীরা বড় দলের কিংবা প্রশাসনের হলেও ছাড় পাবে না

নেপালে ভয়াবহ বন্যা ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৭:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • / ১২৬ Time View

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল। দেশটিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে এখনো অন্তত ৩০ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় রাজধানী কাঠমান্ডু উপত্যকায় স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ৪০ লাখ বাসিন্দার এ অঞ্চলটিতে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে স্কুল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভয়াবহ এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমান্ডু উপত্যকা। সেখানের নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে অনেক রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্কতা জারি করেছে, এছাড়া বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।

কাঠমান্ডু উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ফলে অর্ধেকেরও বেশি অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোর ক্ষতি হওয়ায় এবং সাবস্টেশন ডুবে যাওয়ার কারণে বিদ্যুৎ পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সরকার তল্লাশি, উদ্ধার ও ত্রাণ বিতরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। নেপালজুড়েই নিরাপত্তা সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

নেপালে ভয়াবহ বন্যা ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৭:৩৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল। দেশটিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯২ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে এখনো অন্তত ৩০ জন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা এবং ভূমিধসে রাস্তা, সেতু এবং অন্যান্য অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যায় রাজধানী কাঠমান্ডু উপত্যকায় স্বাভাবিক জীবনযাত্রা ও যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ৪০ লাখ বাসিন্দার এ অঞ্চলটিতে সবচেয়ে বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে স্কুল ভবনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভয়াবহ এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঠমান্ডু উপত্যকা। সেখানের নদীগুলোতে পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে অনেক রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ বন্যাপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্কতা জারি করেছে, এছাড়া বৃষ্টি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে।

কাঠমান্ডু উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার ফলে অর্ধেকেরও বেশি অঞ্চল বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় বিদ্যুৎ সরবরাহ অবকাঠামোর ক্ষতি হওয়ায় এবং সাবস্টেশন ডুবে যাওয়ার কারণে বিদ্যুৎ পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সরকার তল্লাশি, উদ্ধার ও ত্রাণ বিতরণের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। নেপালজুড়েই নিরাপত্তা সংস্থার কর্মীদের মোতায়েন করা হয়েছে।

নওরোজ/এসএইচ