নেটফ্লিক্সে বন্ধ হচ্ছে পাসওয়ার্ড শেয়ারিং
- Update Time : ১২:১৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১৬২ Time View
জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ারিং সুবিধা বন্ধ হয়ে যাচ্ছে। সম্প্রতি বেশ কয়েকটি দেশে পরীক্ষামূলক এ কার্যক্রম চালানোর পর এমন ঘোষণা দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এরই মধ্যে পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করা হয়েছে। তবে শিগগিরই পুরো বিশ্বের নেটফ্লিক্স ব্যবহারকারীদের নতুন নিয়মের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওটিটি প্লাটফর্মের প্রধান নির্বাহী।
গত বছর প্রথমবার যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্সে গ্রাহক সংখ্যা কমে যায়। ডিজনি প্লাস, এইচবিও, অ্যামাজন প্রাইম ভিডিওসহ আরও কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাজারে আসায় চরম প্রতিযোগিতার মুখে এমনটি হয়েছে বলে সেসময় নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়।
এর পরপরই কমে যায় জনপ্রিয় এ স্ট্রিমিং সাইটটির রাজস্ব। লোকসান ঠেকাতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় নেটফিক্স। এরপর থেকেই গ্রাহক বাড়াতে ও লোকসান ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেয় নেটফ্লিক্স। এরই অংশ হিসেবে এবার পাসওয়ার্ড শেয়ারিং বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
এরই মধ্যে ব্যবহারকারীরা নতুন এই নিয়ম সম্পর্কে জানাতে নেটফ্লিক্সের পক্ষ থেকেই ইমেইল দেওয়া শুরু হয়েছে। লোকসানের লাগাম টেনে ধরতে নেটফ্লিক্সের এমন পদক্ষেপ কতটা কার্যকর হবে তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। কেন না বিশেষজ্ঞরা মনে করছেন, এমন সিদ্ধান্তের জেরে নেটফ্লিক্স উল্টো আরো গ্রাহক হারাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়