ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সালাউদ্দীন কাদের চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষীদাতা সিরু বাঙালির ফাঁসির দাবি উন্নয়ন বৈষম্যের গ্যাঁড়াকলে রংপুর: একনেক থেকে বাদ পড়লো উন্নয়ন প্রকল্প আ’লীগ নেতা তুষার কান্তির ৭দিনের রিমান্ড মঞ্জুর সিলেট ওসমানী মেডিকেলের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা বাংলাদেশকে দুই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক মানহানি মামলায় খালাস পেলেন তারেক রহমান ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান বসুন্ধরা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষককে পুনর্বহালে সেনাবাহিনীর হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা এক দফা দাবীতে ২৫০ শয্যা বিশিষ্ট টিভি হাসপাতালের নার্স ও মিডওয়াইফারিরা মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করতে বললেন নাহিদ

নেছারাবাদে একদিনে কুকুরের কামড়ে আহত ১৭ জন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : ১০:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৯ Time View

নেছারাবাদে কুকুরের কামড়ে সতের জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন গ্রামের এলাকায় সতের জন আহত হয়। কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্য ছয়জন শিশু কিশোর এবং পাচজন বৃদ্ধ রয়েছে। আক্রান্তদের মধ্য ষোলজন নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। বাকি অপরজন বাহির থেকে চিকিৎসা নিয়েছেন।

কৌড়িখাড়া গ্রামের মো: রিয়াজ হোসেন বলেন, তিনি বৃহস্পতিবার বিকেলে মটরসাইকেল যোগে বাজারে আসছিলেন। এমনসময় একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। তিনি তৎক্ষনাত স্থানীয় নেছারাবাদ হাসপাতাল সংলগ্ন বাজার ফার্মেসী থেকে ভ্যাক্সসিন কিনে অত্র হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

এদিকে একই দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আরো ষোলজন আহত হয়েছেন।

আহতরা হলেন, ইলুহার গ্রামের মো: মারুফ(১৩), ডুবি গ্রামের মো: আব্দুল্লাহ(১৩),বলদিয়া গ্রামের মো: তাওসান(১০),ডুবি গ্রামের গিয়াস(১৫),সুটিয়াকাঠি গ্রামের আমিনা(৮০), একই গ্রামের ডালিয়া আক্তার(৫২),চামী গ্রামের শামসুন্নাহার(৩০),ডুবি গ্রামের ফাতেমা(৪),কৌড়িখাড়া গ্রামের হাফসা মনি(১৮),ইলুহার গ্রামের মিমি(১৬),সুটিয়াকাঠি গ্রামের আসাদুজ্জামান(২৮),উমারেরপাড় গ্রামের মো: সানাউল(২৩),সুটিয়াকাঠি গ্রামের জাকির হোসেন (৬০),একই গ্রামের আলমগীর হোসেন(৬৫),আরিফ বিল্লাহ(১৬)। এরা সবাই বাহির থেকে ভ্যাক্সসিন কিনে নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডাক্তার মো.আসাদুজ্জামান জানান, উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাক্সসিন সরবারহ নেই। যারা কামড়ে আক্রান্ত হয়েছেন তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

নেছারাবাদে একদিনে কুকুরের কামড়ে আহত ১৭ জন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
Update Time : ১০:৩৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

নেছারাবাদে কুকুরের কামড়ে সতের জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের বিভিন্ন গ্রামের এলাকায় সতের জন আহত হয়। কুকুরের কামড়ে আক্রান্তদের মধ্য ছয়জন শিশু কিশোর এবং পাচজন বৃদ্ধ রয়েছে। আক্রান্তদের মধ্য ষোলজন নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছেন। বাকি অপরজন বাহির থেকে চিকিৎসা নিয়েছেন।

কৌড়িখাড়া গ্রামের মো: রিয়াজ হোসেন বলেন, তিনি বৃহস্পতিবার বিকেলে মটরসাইকেল যোগে বাজারে আসছিলেন। এমনসময় একটি কুকুর এসে তার পায়ে কামড় দেয়। তিনি তৎক্ষনাত স্থানীয় নেছারাবাদ হাসপাতাল সংলগ্ন বাজার ফার্মেসী থেকে ভ্যাক্সসিন কিনে অত্র হাসপাতাল থেকে চিকিৎসা নেন।

এদিকে একই দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে আরো ষোলজন আহত হয়েছেন।

আহতরা হলেন, ইলুহার গ্রামের মো: মারুফ(১৩), ডুবি গ্রামের মো: আব্দুল্লাহ(১৩),বলদিয়া গ্রামের মো: তাওসান(১০),ডুবি গ্রামের গিয়াস(১৫),সুটিয়াকাঠি গ্রামের আমিনা(৮০), একই গ্রামের ডালিয়া আক্তার(৫২),চামী গ্রামের শামসুন্নাহার(৩০),ডুবি গ্রামের ফাতেমা(৪),কৌড়িখাড়া গ্রামের হাফসা মনি(১৮),ইলুহার গ্রামের মিমি(১৬),সুটিয়াকাঠি গ্রামের আসাদুজ্জামান(২৮),উমারেরপাড় গ্রামের মো: সানাউল(২৩),সুটিয়াকাঠি গ্রামের জাকির হোসেন (৬০),একই গ্রামের আলমগীর হোসেন(৬৫),আরিফ বিল্লাহ(১৬)। এরা সবাই বাহির থেকে ভ্যাক্সসিন কিনে নেছারাবাদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য ও প:প:কর্মকর্তা ডাক্তার মো.আসাদুজ্জামান জানান, উপজেলা হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাক্সসিন সরবারহ নেই। যারা কামড়ে আক্রান্ত হয়েছেন তারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।