নীলফামারীর ডিমলায় হলেন নির্বাচিত যারা
![](https://nawroj.com.bd/wp-content/uploads/2024/05/SAVE_20221206_201530.jpg)
- Update Time : ০৪:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪
- / ১৭২ Time View
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ডিমলায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
এতে উপজেলা চেয়ারম্যান পদে আনোয়ারুল হক সরকার মিন্টু ঘোড়া প্রতীক নিয়ে ২৭ হাজার ২শত ৯০ ভোট পেয়ে বেসরকারি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফেরদৌস পারভেজ আনারস প্রতীকে ভোট পেয়েছেন ২৬ হাজার ৯১ ভোট।
ভাইস-চেয়ারম্যান পদে শ্রী উত্তম কুমার রায় বৈদ্যুতিক বাল্ব প্রতীক নিয়ে ২৩ হাজার ৫শত ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোফাক্কারুল ইসলাম পেলব মাইক প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৮ হাজার২শত ৬ ভোট। তৃতীয় বারের মতো পদ্ম ফুল প্রতীক নিয়ে সর্বোচ্চ সংখ্যা ৫৩০৬৯ ভোট পেয়ে মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে আয়েশা সিদ্দিকা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহানারা বেগম হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ১১৩৩৬টি।
বুধবার (৮ মে) রাত ১০টায় ডিমলা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শুভ কুমার সরকার এ ফলাফল ঘোষণা করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা, সহকারী পুলিশ সুপার ডোমার সার্কেল আব্দুল্লাহ মুহাম্মদ প্রমুখ।