নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা দোকান শ্রমিক কল্যাণ সমিতির জরুরী সাধারণ সভা

- Update Time : ১২:৪২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
- / ১২১ Time View
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা দোকান শ্রমিক কল্যাণ সমিতির জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৯ সেপ্টেম্বর) রাত ১১টায় কিশোরগঞ্জ গরুহাটি মাঠে উক্ত জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ হাট বাজার উন্নয়ন কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্ৰেনেট বাবু) এর সভাপতিত্বে ও কিশোরগঞ্জ উপজেলার দোকান শ্রমিক কল্যাণ সমিতির উপদেষ্টা ও বিশিষ্ট কথা শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম কাশেম আলী ভাট্টির সঞ্চালনায় উক্ত জরুরী সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা দোকান মালিক সমিতির সভাপতি আজাদ আল্ ইদ্রিস, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
উল্লেখ্য যে, উপজেলা দোকান শ্রমিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি মেহেরাব হোসেন, সাধারণ সম্পাদক পেয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনু চন্দ্র রায়, কোষাধ্যক্ষ রিফাত হোসেনসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।