নীলফামারীর কিশোরগঞ্জে ৮ম কাব ক্যাম্পুরীর সমাপনী
- Update Time : ১১:২২:২১ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ২৩ Time View
‘স্কাউটিং করবো,মাদক মুক্ত সমাজ গড়বো’ এই প্রত্যায়ে নীলফামারীর কিশোরগঞ্জে ৫দিন ব্যাপী অনুষ্ঠিত ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭টায় কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি মোসুমী হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা স্কাউটের সহ-সভাপতি ফারুক-আল-মাসুদ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা স্কাউটের সহ-সভাপতি হাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা স্কাউটের সহ-সভাপতি কুমারেশ চন্দ্র গাছি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটের সহ-সভাপতি আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটের সহ-সভাপতি নূর মোহাম্মদ, উপজেলা স্কাউটের কমিশনার ফজলে রহমান, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোতাহার হোসেন, সাখাওয়াত হোসেন, ফারুক হোসেন, রুহুল আমিন, রায়হানুল কবির প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটের কোষাধ্যক্ষ শাহ নেওয়াজ।
উল্লেখ্য,বাংলাদেশ স্কাউট কিশোরগঞ্জ উপজেলার ব্যবস্থাপনায় ৮ম উপজেলা কাব ক্যাম্পুরীতে ৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের কাব শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়