ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাকৃবিতে নারী হয়ে নিজের সহপাঠীর অপ্রীতিকর ছবি সিনিয়র ভাইকে পাঠানোর অভিযোগ ‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’ তিন বিচারপতিকে শোকজের তথ্য সত্য নয়: সুপ্রিম কোর্ট ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন গণপূর্তে একটি অনিয়ম ঢাকতে আরেকটি অনিয়ম এনা পরিবহনের ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় নতুন মোড় মসজিদের খতিব ‘অপহরণে’ পুলিশের তদন্তে যা এলো সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে কঠোর কর্মসূচীর হুমকি সাংবাদিকদের রায় ছিঁড়ে ক্ষমতার দাপট দেখানো সেই জেলা জজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

নীলফামারীর কিশোরগঞ্জে ১২ জুয়ারী আটক

লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
  • Update Time : ০৮:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ৪৩৭ Time View

নীলফামারীর কিশোরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১ ডজন জুয়ারীকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছিট রাজীব মাঠের বাজার সংলগ্ন সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ছিটরাজিব গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে আরিফুজ্জামান ওরফে আশরাফুল (৪০), মৃত জেনছের আলীর ছেলে মাহবুব (২৮), মৃত তফেল উদ্দিনের দুই ছেলে বাচ্চু (৪০), বাবুল হোসেন (৫০), মৃত মফিল উদ্দিনের ছেলে মনসুর আলী (৫২), নুর মোহাম্মদের ছেলে সেলিম হোসেন (৪৫), মৃত ছকিম উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩৫), মৃত জসিম উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪৫), মৃত মফেল উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৬০), বাজেডুমরিয়া গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে মাসুদ রানা (৪১), আবু বক্কর সিদ্দিকের ছেলে সোনা উদ্দিন (৪৮), ও মৃত বজলার রহমানের ছেলে সোহাগ (৪০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ছিটরাজিব মাঠের বাজার এলাকায় ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের পরিত্যাক্ত বাসায় কিছু লোক টাকা দিয়ে জুয়া খেলছে, এমন খবর পেয়ে কিশোরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাত ১ টায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১২ জনকে আটক করা হয়। সে সময় আসামীদের কাছ থেকে ১ সেট তাস ও ২৩ হাজার ২ শত ৯০ টাকা জব্দ করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকসদল অভিযান চালিয়ে ১২ জন জুয়ারীকে আটক করে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

নীলফামারীর কিশোরগঞ্জে ১২ জুয়ারী আটক

লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
Update Time : ০৮:৫৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১ ডজন জুয়ারীকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ছিট রাজীব মাঠের বাজার সংলগ্ন সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ছিটরাজিব গ্রামের মৃত নমির উদ্দিনের ছেলে আরিফুজ্জামান ওরফে আশরাফুল (৪০), মৃত জেনছের আলীর ছেলে মাহবুব (২৮), মৃত তফেল উদ্দিনের দুই ছেলে বাচ্চু (৪০), বাবুল হোসেন (৫০), মৃত মফিল উদ্দিনের ছেলে মনসুর আলী (৫২), নুর মোহাম্মদের ছেলে সেলিম হোসেন (৪৫), মৃত ছকিম উদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৩৫), মৃত জসিম উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪৫), মৃত মফেল উদ্দিনের ছেলে আব্দুল কাদের (৬০), বাজেডুমরিয়া গ্রামের মৃত একাব্বর আলীর ছেলে মাসুদ রানা (৪১), আবু বক্কর সিদ্দিকের ছেলে সোনা উদ্দিন (৪৮), ও মৃত বজলার রহমানের ছেলে সোহাগ (৪০)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের ছিটরাজিব মাঠের বাজার এলাকায় ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের পরিত্যাক্ত বাসায় কিছু লোক টাকা দিয়ে জুয়া খেলছে, এমন খবর পেয়ে কিশোরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম মঙ্গলবার রাত ১ টায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১২ জনকে আটক করা হয়। সে সময় আসামীদের কাছ থেকে ১ সেট তাস ও ২৩ হাজার ২ শত ৯০ টাকা জব্দ করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকসদল অভিযান চালিয়ে ১২ জন জুয়ারীকে আটক করে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।