নীলফামারীতে ৩ লাখ ৭ হাজার ৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে
- Update Time : ১১:৪৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩
- / ১৪১ Time View
নীলফামারীতে আগামী ১৮ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে অরিয়েন্টেশন কর্মশালা হয়েছে।
বুধবার (১৪ জুন) বিকালে নীলফামারী সিভিল সার্জন অফিসের আয়োজনে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাসিবুর রহমান।
ক্যাম্পেইনের তথ্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মো আব্দুল্লাহ আল মামুন।
কর্মশালায় সিভিল সার্জন বলেন, আগামী ১৮ জুন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার ১ হাজার ৫ শত ৪০ টি কেন্দ্রে ৩ লাখ ৭ হাজার ৪৫ জন শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এদের মধ্যে ৬-১১ মাস বয়সী ৩১ হাজার ৩ শত ৯২ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে ২ লাখ ৭৫ হাজার ৬ শত ৫৩ জন। ৬-১১ মাস বয়সীদের নীল এবং ১২-৫৯ মাস বয়সীদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও বলেন, জেলার ৬১ টি ইউনিয়ন ও ৪ টি পৌরসভায় ১ হাজার ৫ শত ৪০ টি কেন্দ্রে ৩ হাজার ৮০ জন স্বেচ্ছাসেবক এবং ১ শত ৯১ জন প্রথম সারীর সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, নীলফামারী, জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জল,সাধারণ সম্পাদক আল-আমিন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি নূর আলম সিদ্দিকী, দৈনিক ঢাকার ডাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাগর আলী, দৈনিক বর্তমান কথা’র জেলা প্রতিনিধি মোঃ হারুন উর রশিদসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়