নীলফামারীতে শ্রমিক হত্যার প্রতিবাদে ফের টঙ্গীতে মানববন্ধন

- Update Time : ১০:৪৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
- / ৯৮ Time View
নীলফামারীর উত্তরা ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলি চালিয়ে শ্রমিক হাবীবকে হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়েছে গাজীপুরের টঙ্গী।
নিহতের বিচার, দোষীদের গ্রেপ্তার এবং আহতদের আজীবন ক্ষতিপূরণ প্রদানের দাবিতে টঙ্গীতে শুক্রবার বিকেলে সাড়ে চারটা থেকে পাঁচটা পর্যন্ত চলা এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শুরু হয় টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে। সেখান থেকে রেলিটি গাজীপুর পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে গাজীপুরা হয়ে এশিয়া পাম্প এলাকায় এসে সমাপ্ত হয়। মানববন্ধনে শত শত শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে একত্রে বক্তব্য রাখেন বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের দপ্তর সম্পাদক মাজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কোবির হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল মজিদ, টঙ্গী পশ্চিম থানা সভাপতি সোহেল রানা, শ্রমিক নেতা দেলোয়ার হোসেন ও শফিউল আলম।
তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ হত্যার দায়ভার নিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষোভ ও সতর্কবার্তা নেতৃবৃন্দ অভিযোগ করেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে উল্টো তাদের দমন করা হচ্ছে। শ্রমিকদের ওপর গুলি চালানোর ঘটনার সঠিক জবাব প্রশাসনকে জনগণের কাছে দিতে হবে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিক হত্যা ও দমননীতি বন্ধ না হলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। আয়োজক সংগঠন জাতীয় শ্রমিক জোট (বৃহত্তর টঙ্গী আঞ্চলিক কমিটি) ঘোষণা দেয়—“শ্রমিক হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ অব্যাহত থাকবে।”
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়