নীলফামারীতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
- Update Time : ০১:০৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ২০৪ Time View
নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির এর আয়োজনে মাসব্যাপী শিল্প ও বানিজ্য মেলা শুরু হয়েছে।
সোমবার (২২ মে) বিকেলে ফিতা কেটে বেলুন উড়িয়ে মাসব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মোস্তফা মঞ্জুর পিপিএম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, বীর মুক্তিযোদ্ধা একেএম আমিনুল হক, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি ফরহানুল হক প্রমুখ।
এতে নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস.এম সফিকুল আলম ডাবলুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী শিল্প ও বানিজ্য মেলার আহ্বায়ক হোসেন খান মানিক।
এসময় সদর থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, নূহা অটো রাইস মিল লিমিটেডের স্বত্বাধিকারী সৈয়দ রাকিব হাসান (মিশুক), পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহানুর আলম শানু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এই মেলায় রয়েছে বিভিন্ন ধরণের অলংকারের ভেতরে মেয়েদের জন্য হাতে তৈরি চুড়ি, গহনা, কাঠের তৈরি উপহার সামগ্রী, তৈরি পোষাক, খাবারের স্টল, বিনোদন কেন্দ্র সহ বিভিন্ন আয়োজন।