নীলফামারীতে ভিসা প্রতারক আশিক গ্রেপ্তার

- Update Time : ০৭:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
- / ১৫০ Time View
নীলফামারীতে অনলাইন জুয়াড়ি ভিসা প্রতারক নিয়ামত সরকার আশিক (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদ। গ্রেপ্তারকৃত আশিক সৈয়দপুরের নিয়ামতপুর মুন্সিপাড়া এলাকার মাহবুব আলমের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে আশিক তার সহযোগীদের নিয়ে অনলাইনে জুয়া এবং ভিসা দেওয়ার নামে প্রতারণা করে যাচ্ছে। অস্ট্রেলিয়ান ও কানাডিয়ান ভিসা প্রদানের অনলাইনে ভুয়া বিজ্ঞাপন প্রচার করে দেশের এবং প্রবাসীদের আকৃষ্ট করে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে বিপুল পরিমাণে টাকা হাতিয়ে নিচ্ছে আশিক।
এর আগে তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে অনলাইন জুয়া ভিসা দেওয়ার প্রতারণার সঙ্গে আশিকের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। নীলফামারী ও সৈয়দপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন থেকে আশিকের মাদক ও জুয়ায় অতিষ্ঠ হয়ে ছিল। এদিকে তার গ্রেপ্তারে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম.আর সাঈদ বলেন, দীর্ঘদিন থেকে আশিককে গ্রেপ্তার করার চেষ্টা করছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে সৈয়দপুর থেকে গ্রেপ্তার করা হয়।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়