ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রতিষ্ঠার দুই দশক পর টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবি বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া ৯ মাসে ইতালিতে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী প্রত্যেক উপদেষ্টাই বিদেশি নাগরিক : রুমিন ফারহানা আবারও ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে: চরমোনাই পীর আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক কারামুক্ত শহিদুল আলম, গেলেন তুরস্কে

নীলফামারীতে বিএনপি’র নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মিছিল ও সমাবেশ

আল-আমিন (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : ০৫:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / ৩০৬ Time View

নীলফামারী জলঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম কর্তৃক দায়ের করা মামলা ও প্রাননাশের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিক কমিটির ব্যানার নিয়ে স্থানীয় শহীদ মিনার থেকে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিব রক্সির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা আব্দুল হাকিম শাওন, তানজিম ইসলাম সাবাব, পারভেজ হোসেন সাব্বির, আব্দুল্লাহ আল নাহিদ, মোহাইমেনুল ইসলাম সানা প্রমুখ। বক্তারা বলেন, মামলা বাণিজ্যকারী, চাঁদাবাজ, আওয়ামী লীগের সেল্টারদাতা, বিএনপির লেবাসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী, বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির সদস্যকে প্রাণনাশের হুমকি প্রদান ও থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে শিষ্য চাঁদাবাজ, সন্ত্রাসী, বর্তমান জলঢাকা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মইনুল হকের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আমরা মিলিত হয়েছি। তিনি ৫ইআগস্টের পর থেকে জলঢাকাকে অশান্ত করে তুলেছেন। তার এই অপকর্ম জলঢাকা বাসি ভালো করে জানেন। তার অপকর্মে নিজের দলের অঙ্গসংগঠনের কোন নেতাকর্মী তার সঙ্গে নেই। বিএনপি আমাদের শত্রু নয়। কিন্তু বিএনপি’র এই নেতার কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়েছে। বিএনপির হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই নেতাকে পদ-পদবী হতে অব্যহতি দিয়ে এবং ছাত্রনেতাদের নামে মামলা প্রতাহারের দাবি জানান -এ সমাবেশে। অন্যথায় পরবর্তীতে বৃহৎ আন্দোলনের কর্মসূচি গ্রহন করা হবে বলে বক্তরা হুশয়ারী দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম বলেন, এরশাদের সময় কাল থেকে ৪৫ শতক জমির উপর ভিডিপি ক্লাব ও গাছ রয়েছে এবং এ জমির উপর আদালতে মামলা চলমান। সেখানে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। একজন মেডিকেল ভর্তি আছে। আমি গাছ কাটা ও মারামারির বিরুদ্ধে প্রতিবাদ করায় ওরা আমার বিরুদ্ধে মিছিল করে।

Please Share This Post in Your Social Media

নীলফামারীতে বিএনপি’র নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির মিছিল ও সমাবেশ

আল-আমিন (নীলফামারী) প্রতিনিধি
Update Time : ০৫:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

নীলফামারী জলঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম কর্তৃক দায়ের করা মামলা ও প্রাননাশের হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারী) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র ও নাগরিক কমিটির ব্যানার নিয়ে স্থানীয় শহীদ মিনার থেকে এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আহসান হাবিব রক্সির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা আব্দুল হাকিম শাওন, তানজিম ইসলাম সাবাব, পারভেজ হোসেন সাব্বির, আব্দুল্লাহ আল নাহিদ, মোহাইমেনুল ইসলাম সানা প্রমুখ। বক্তারা বলেন, মামলা বাণিজ্যকারী, চাঁদাবাজ, আওয়ামী লীগের সেল্টারদাতা, বিএনপির লেবাসে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী, বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটির সদস্যকে প্রাণনাশের হুমকি প্রদান ও থানায় মিথ্যা অভিযোগ দায়ের করার প্রতিবাদে শিষ্য চাঁদাবাজ, সন্ত্রাসী, বর্তমান জলঢাকা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মইনুল হকের বিচারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আমরা মিলিত হয়েছি। তিনি ৫ইআগস্টের পর থেকে জলঢাকাকে অশান্ত করে তুলেছেন। তার এই অপকর্ম জলঢাকা বাসি ভালো করে জানেন। তার অপকর্মে নিজের দলের অঙ্গসংগঠনের কোন নেতাকর্মী তার সঙ্গে নেই। বিএনপি আমাদের শত্রু নয়। কিন্তু বিএনপি’র এই নেতার কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়েছে। বিএনপির হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এই নেতাকে পদ-পদবী হতে অব্যহতি দিয়ে এবং ছাত্রনেতাদের নামে মামলা প্রতাহারের দাবি জানান -এ সমাবেশে। অন্যথায় পরবর্তীতে বৃহৎ আন্দোলনের কর্মসূচি গ্রহন করা হবে বলে বক্তরা হুশয়ারী দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ময়নুল ইসলাম বলেন, এরশাদের সময় কাল থেকে ৪৫ শতক জমির উপর ভিডিপি ক্লাব ও গাছ রয়েছে এবং এ জমির উপর আদালতে মামলা চলমান। সেখানে গাছ কাটাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। একজন মেডিকেল ভর্তি আছে। আমি গাছ কাটা ও মারামারির বিরুদ্ধে প্রতিবাদ করায় ওরা আমার বিরুদ্ধে মিছিল করে।