ব্রেকিং নিউজঃ
নীলফামারীতে বিআরটিএ অফিসে দুদকের অভিযান

আল-আমিন, নীলফামারী
- Update Time : ০৫:৩৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ৩১৪ Time View
নানান অনিয়ম ঘুষ দূর্নীতির অভিযোগে নীলফামারী বিআরটিএ অফিসে অভিযান চালালেন দুদক। গতকাল ১১ সেপ্টেম্বর দুপুরে রংপুর বিভাগীয় দুদকের সহকারী পরিচালক হোসাইন শরীফ এর নেতৃত্বে ৫ সদস্যর অভিযানিক দল নীলফামারী বিআরটিএ অফিসে এসে অফিস সহকারী শাহিন, নারায়ণ গোস্বামী, মাসুমা আকতার এর মোবাইলে বিভিন্ন বিকাশ নম্বরে টাকার হদিস পান।
সেগুলো তাৎক্ষণিক জব্দ করেন। উপস্থিত লাইসেন্স আবেদনকারী হোসেন মিয়া, আবুবক্কর আলী বলেন এখানে যত অনিয়ম ঘটে মোটরযান পরিদর্শক হিমাদ্রি ঘটকের ইশারায় ঘটে। দুদকের অভিযানিক ৫ সদস্যের দল বিআরটিএ অফিসের অনেক ত্রুটি খুঁজে পান।
এ সময় বিআরটিএ উপ-পরিচালক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুক আলম বলেন, নসিবে যা আছে তাই হবে, আমরা দূর্নীতি করেছি নিউজ করেন, কিছু হবেনা আমার। পত্রিকায় ও টিভিতে খবর আসবে সকলে দেখবে, কিছু হবেনা আমার।