নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি: আমাদের করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
- Update Time : ১২:১৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১৪১ Time View
নীলফামারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা পরিস্থিতি নিয়ে আমাদের করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জুন) সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)’র আয়োজনে এবং ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর সহযোগীতায় জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তন কক্ষে দিনব্যপি সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে সিপিডি’র সম্মাননীয় ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মোঃ আফতাব উদ্দিন সরকার।
আলোচনা সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উপর ভিডিও প্রেজেন্টেশন মূল প্রবন্ধ উপস্থাপন করেন, সিপিডি’র সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।
উন্মুক্ত আলোচনা সভায় প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান, যোগাযোগ ব্যবস্থা,উপবৃত্তি, বরাদ্দ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সেইসাথে আলোচনা সভায় উঠে আসা বিভিন্ন সমস্যার সমাধান নিয়েও আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনার ভিত্তিতে বক্তব্য রাখেন, গবেষক মোজাহিদুল ইসলাম।
সম্মানিত আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মণিশংকর দাশগুপ্ত, নীলফামারী সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহ-সভাপতি (নারী)জাহানারা রহমান ডেইজী।
সিপিডি’র ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমানের সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় নীলফামারী সংলাপ ।