নীলফামারীতে পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়

- Update Time : ১০:৪৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১১০ Time View
নীলফামারীর নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম এর সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন,’আমি ভালো মানুষের বন্ধু, খারাপ মানুষের বন্ধু না। এই জেলার মানুষকে ভালো রাখতে যা করণীয় তা করবো। নীলফামারী জেলা পুলিশ আবারও পুরোদমে জনগনের সেবায় নিয়োজিত থাকবে। পুলিশ তার স্বাভাবিক কর্মকান্ডে ফিরে আসবে।’
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সমস্যার সমাধানের, উন্নয়ন ও সম্ভাবনার বিষয়ে পুলিশ সুপারের সামনে তুলে ধরেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সাইফুল ইসলাম, নীলফামারীর প্রেসক্লাবের সহ-সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাবেক সাধারন সম্পাদক হাসান রাব্বী প্রধান, বর্তমান সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, সহ-সভাপতি আনোয়ারুল আলম প্রধান, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, নীলফামারী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন শাহ (মিলন) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়