নির্বাচন ভণ্ডুল করার ক্ষমতা বিএনপির নেই : বাহাউদ্দিন নাছিম
- Update Time : ০৯:৫৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / ৯৯ Time View
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলেও যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ভণ্ডুল করার ক্ষমতা তাদের নেই।
আজ বুধবার বিকেলে মাদারীপুর সদরের কালিকাপুরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘গণতন্ত্রের ওপর যারা আঘাত করবে, তাদের টুটি (গলা) চেপে ধরতে হবে। জঙ্গিবাদের কোনো সুযোগ বাংলাদেশে নেই। খুনি ও লুটকারীদের হাতে দেশ পরিচালনা করার সুযোগ দেওয়া যাবে না। কারণ তারা দেশের টাকা বিদেশে পাচার করে আরামে জীবন-যাপন করে। বিএনপির শীর্ষ চোর ও দুর্নীতিবাজ, তাদের নেতা তারেক রহমান বিদেশে বসে ভিডিও কনফারেন্সে মিটিং করে।’
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে আবারও আওয়ামী লীগ দেশ পরিচালনা করবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে দেশ হবে উন্নয়নশীল ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে। জাতির পিতার সোনার বাংলাদেশ কায়েম করা সম্ভব হবে। স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করবে।’
কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক মোড়লের সভাপতিত্বে জনসভায় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।