ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে যা বললেন নতুন সিইসি

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৪:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
  • / ১৬ Time View

কিছু সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুত অবাধ নিরোপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য শপথ নেয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথগ্রহণ শেষে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করবেন জানিয়ে সিইসি নাসির উদ্দীন বলেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা অবাধ, সুষ্ঠু (ফ্রি অ্যান্ড ফেয়ার) একটা ইলেকশনের জন্য সংগ্রাম করেছে। অনেক আন্দোলন করেছে। বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে। আমি তাদের একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন (ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন) দেওয়ার জন্য প্রতিশ্রুতবন্ধ। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।

‘আমি ইনশাল্লাহ কনফিডেন্ট। আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে, দেশববাসীর সহযোগিতা নিয়ে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতাসহ এ জাতিকে একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব,’ বলেন নাসির উদ্দীন।

আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইচ্ছে আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রিফর্ম কমিটির সুপারিশ আসুক, আওয়ামী লীগ নিয়ে অনেক বিতর্ক চলছে, আগে বিতর্কের ফয়সালা হোক। ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিচারপতি আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিশেষ পরিস্থিতিতে বিশেষ চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- হতে পারে, এমন বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে অনেক এসেছে, আমি তথ্য মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। জীবনে বহু চ্যালেঞ্জ দেখেছি- সাকসেসফুল্লি মোকাবিলা করেছি। এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার রয়েছে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ওভারকাম করব।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসের মাথায় ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেছিল। এরপর নির্বাচন কমিশন গঠনের জন্য ৩১ অক্টোবর সার্চ কমিটি গঠন করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। ওই কমিটির প্রস্তাব করা ১০ জনের তালিকা থেকে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করে দেন।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

নির্বাচন নিয়ে যা বললেন নতুন সিইসি

নওরোজ ডেস্ক
Update Time : ০৪:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

কিছু সংস্কার প্রক্রিয়া শেষ করে দ্রুত অবাধ নিরোপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য শপথ নেয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথগ্রহণ শেষে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করবেন জানিয়ে সিইসি নাসির উদ্দীন বলেন, দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। তারা অবাধ, সুষ্ঠু (ফ্রি অ্যান্ড ফেয়ার) একটা ইলেকশনের জন্য সংগ্রাম করেছে। অনেক আন্দোলন করেছে। বিগত বছরগুলোতে অনেকে রক্ত দিয়েছে। আমি তাদের একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন (ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন) দেওয়ার জন্য প্রতিশ্রুতবন্ধ। আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।

‘আমি ইনশাল্লাহ কনফিডেন্ট। আমরা সবাই মিলে আপনাদের সবার সহযোগিতা নিয়ে, দেশববাসীর সহযোগিতা নিয়ে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতাসহ এ জাতিকে একটা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব,’ বলেন নাসির উদ্দীন।

আওয়ামী লীগকে নির্বাচনে আনার ইচ্ছে আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রিফর্ম কমিটির সুপারিশ আসুক, আওয়ামী লীগ নিয়ে অনেক বিতর্ক চলছে, আগে বিতর্কের ফয়সালা হোক। ফয়সালা হলে আপনারা দেখতে পারবেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিচারপতি আমাকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিশেষ পরিস্থিতিতে বিশেষ চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- হতে পারে, এমন বিশেষ পরিস্থিতি আমার চাকরি জীবনে অনেক এসেছে, আমি তথ্য মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলাম। জীবনে বহু চ্যালেঞ্জ দেখেছি- সাকসেসফুল্লি মোকাবিলা করেছি। এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার রয়েছে। যেকোনো ধরনের চ্যালেঞ্জ আসুক সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ওভারকাম করব।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের এক মাসের মাথায় ৫ সেপ্টেম্বর কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করেছিল। এরপর নির্বাচন কমিশন গঠনের জন্য ৩১ অক্টোবর সার্চ কমিটি গঠন করে দিয়েছিলেন রাষ্ট্রপতি। ওই কমিটির প্রস্তাব করা ১০ জনের তালিকা থেকে গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠন করে দেন।

নওরোজ/এসএইচ