নির্বাচন নিয়ে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

- Update Time : ০৬:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ২৫৩ Time View
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা হয়েছে। হোয়াইট হাউসের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআই এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (৩ অক্টোবর) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়ক জন কিরবি এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
জন কিরবি বলেন, বৈঠকে নির্বাচনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ইস্যুতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির গুরুত্ব নিয়েও দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে।
দিল্লিতে জো বাইডেন ও শেখ হাসিনার কী আলোচনা হয়েছে এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, তাদের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
সম্প্রতি ওয়াশিংটন ডিসি সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠক করেন।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার পর শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে যান এবং সেখানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। দূতাবাসে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে গত মাসে নয়াদিল্লিতে জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সঙ্গে সেলফি তোলেন। হোয়াইট হাউস প্রায় তিন সপ্তাহ পর এ বিষয়ে মুখ খুলল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়