ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বাকৃবিতে নারী হয়ে নিজের সহপাঠীর অপ্রীতিকর ছবি সিনিয়র ভাইকে পাঠানোর অভিযোগ ‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’ তিন বিচারপতিকে শোকজের তথ্য সত্য নয়: সুপ্রিম কোর্ট ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন গণপূর্তে একটি অনিয়ম ঢাকতে আরেকটি অনিয়ম এনা পরিবহনের ১২ লাখ টাকা ডাকাতির ঘটনায় নতুন মোড় মসজিদের খতিব ‘অপহরণে’ পুলিশের তদন্তে যা এলো সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করলে কঠোর কর্মসূচীর হুমকি সাংবাদিকদের রায় ছিঁড়ে ক্ষমতার দাপট দেখানো সেই জেলা জজের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে

নির্বাচনে বেশি থাকবে আনসার, প্রতি কেন্দ্রে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : ০১:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / ৯১২ Time View

আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোতায়ন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া এবারই প্রথমবারের মত প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন।

তিনি বলেন, “নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এই ১৩ জনের মধ্যে তিনজনের কাছে হাতিয়ার থাকবে। ১০ জন থাকবে অস্ত্র ছাড়া। এই দশজনের মধ্যে ৬ জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য ভোট কেন্দ্রে থাকবেন।

“এবারই প্রথমবারের মত প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে হাতিয়ারসহ।”নির্বাচনের সময় নয়দিনের জন্য আনসার চাওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় এই বাহিনীর ভূমিকা সবচেয়ে ভাইটাল।”

নির্বাচনের আগে অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অস্ত্র সবসময়ই কিছু বাইরে থাকে। দুইদিন আগেও দেখেন আটটি অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসতে থাকবে অস্ত্র উদ্ধার হতেই থাকবে। এক সময় দেখবেন বাইরে আর কোনো অস্ত্র নেই।”

আগামী সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ।

 

Please Share This Post in Your Social Media

নির্বাচনে বেশি থাকবে আনসার, প্রতি কেন্দ্রে ১৩ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
Update Time : ০১:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোতায়ন থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া এবারই প্রথমবারের মত প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন রাখা হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলছিলেন।

তিনি বলেন, “নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার। প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এই ১৩ জনের মধ্যে তিনজনের কাছে হাতিয়ার থাকবে। ১০ জন থাকবে অস্ত্র ছাড়া। এই দশজনের মধ্যে ৬ জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য ভোট কেন্দ্রে থাকবেন।

“এবারই প্রথমবারের মত প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে হাতিয়ারসহ।”নির্বাচনের সময় নয়দিনের জন্য আনসার চাওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় এই বাহিনীর ভূমিকা সবচেয়ে ভাইটাল।”

নির্বাচনের আগে অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অস্ত্র সবসময়ই কিছু বাইরে থাকে। দুইদিন আগেও দেখেন আটটি অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচন যত ঘনিয়ে আসতে থাকবে অস্ত্র উদ্ধার হতেই থাকবে। এক সময় দেখবেন বাইরে আর কোনো অস্ত্র নেই।”

আগামী সংসদ নির্বাচনের জন্য ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র নির্ধারণ করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন ।