ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
জাকসু নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার পরামর্শ চাইলেন জাবি উপাচার্য পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় তরুণদের আরেকটি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে ডিএমপির ডিসেম্বর-২০২৪ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন এএসআই পলাশ কুবির ডেপুটি রেজিস্ট্রার জাকির হোসেনকে পুলিশে সোপর্দ কুবিতে তিন দপ্তরে ‘বিশৃঙ্খলার’ অভিযোগ গনিত বিভাগের শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে অনশনে জবি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য একাধিক প্রবেশাধিকার ভিসা চায় বাংলাদেশ টিউলিপের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত : ড. ইউনূস লস অ্যাঞ্জেলেসের দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ২৪, আরও ভয়াবহ হওয়ার শঙ্কা প্লট জালিয়াতির ৩ মামলায় প্রধান আসামি রেহানা-ববি-আজমিনা, সহযোগী হাসিনা-টিউলিপ

নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
  • / ১৪ Time View

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাসের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এবার নিজের ওপর ওঠা এসব অভিযোগের তদন্ত করতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন টিউলিপ।

চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি গত কয়েক সপ্তাহ গণমাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছি। সেখানে আমার আর্থিক বিষয় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে আমার পরিবারের সংযোগের বিষয়গুলো উঠে এসেছে। এর অনেক কিছুই সঠিক নয়। আমি ভুল কিছুই করিনি। তবে সন্দেহ এড়াতে, আমি চাই এই বিষয়গুলো নিয়ে আপনি স্বাধীনভাবে সত্যিটা সামনে আনবেন।’

প্রতিবেদনে আর বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তটি করবে যুক্তরাজ্যের একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ। ম্যাগনাস তদন্ত করে দেখবেন—মন্ত্রী হিসেবে টাউলিপ কোনো বিধি লঙ্ঘন করেছেন কি না।

টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। সম্প্রতি লন্ডনে টিউলিপ সিদ্দিকের বসবাস করা একাধিক ফ্ল্যাট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

গত শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, টিউলিপের মালিকানায় লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে একটি ফ্ল্যাট রয়েছে। যেটি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আবদুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তাকে উপহার দেন।

পরে সানডে টাইমসের খবরে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করা আইনজীবী মঈন গনি লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিকের বোনকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। সেই সঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ফ্ল্যাটে টিউলিপ ও তার পরিবারের বসবাসের কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে।

এদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ, তার মা শেখ রেহানা, তার খালা শেখ হাসিনা ও তার খালার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করেছে।

 

 

Please Share This Post in Your Social Media

নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ

আন্তর্জাতিক ডেস্ক
Update Time : ০৮:৩৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া একাধিক ফ্ল্যাটে বসবাসের অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। এবার নিজের ওপর ওঠা এসব অভিযোগের তদন্ত করতে যুক্তরাজ্য সরকারকে আহ্বান জানিয়েছেন টিউলিপ।

চিঠিতে তিনি লিখেছেন, ‘আমি গত কয়েক সপ্তাহ গণমাধ্যমের খবরের বিষয়বস্তু হয়েছি। সেখানে আমার আর্থিক বিষয় এবং সাবেক আওয়ামী লীগ সরকারের সঙ্গে আমার পরিবারের সংযোগের বিষয়গুলো উঠে এসেছে। এর অনেক কিছুই সঠিক নয়। আমি ভুল কিছুই করিনি। তবে সন্দেহ এড়াতে, আমি চাই এই বিষয়গুলো নিয়ে আপনি স্বাধীনভাবে সত্যিটা সামনে আনবেন।’

প্রতিবেদনে আর বলা হয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তটি করবে যুক্তরাজ্যের একটি স্বাধীন তদন্তকারী কর্তৃপক্ষ। ম্যাগনাস তদন্ত করে দেখবেন—মন্ত্রী হিসেবে টাউলিপ কোনো বিধি লঙ্ঘন করেছেন কি না।

টিউলিপ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। সম্প্রতি লন্ডনে টিউলিপ সিদ্দিকের বসবাস করা একাধিক ফ্ল্যাট নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

গত শুক্রবার ফিন্যান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে, টিউলিপের মালিকানায় লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে একটি ফ্ল্যাট রয়েছে। যেটি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট আবদুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী তাকে উপহার দেন।

পরে সানডে টাইমসের খবরে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিত্ব করা আইনজীবী মঈন গনি লন্ডনের হ্যাম্পস্টেড এলাকায় টিউলিপ সিদ্দিকের বোনকে একটি ফ্ল্যাট উপহার দিয়েছেন। সেই সঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্ট বেশ কয়েকটি ফ্ল্যাটে টিউলিপ ও তার পরিবারের বসবাসের কথা বলা হয়েছে ওই প্রতিবেদনে।

এদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ, তার মা শেখ রেহানা, তার খালা শেখ হাসিনা ও তার খালার ছেলে সজীব ওয়াজেদের বিরুদ্ধে ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে গত ডিসেম্বরে অনুসন্ধান শুরু করেছে।