ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নিক্সনের জিব ছিঁড়ে ফেলার হুঙ্কারের জবাবে যা বললেন শামা ওবায়েদ

নওরোজ রাজনীতি ডেস্ক
  • Update Time : ০৯:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / ১৭৫ Time View

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে জিব ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুরের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

নিক্সন চৌধুরীর বিষোদগারের প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, ‘নিক্সন চৌধুরীর অকথ্য ভাষায় শামা ওবায়েদ ভয় পায় না। গণতন্ত্রের স্বার্থে যতবার হুংকার ছাড়তে হয়, ততবার হুংকার ছেড়ে যাবো। এ রকম কুরুচিপূর্ণ কথাবার্তা আমার পছন্দ নয়।’

শামা ওবায়েদ মঙ্গলবার বলেন, ‘ওনার (নিক্সন চৌধুরীর) প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান, তার পক্ষে তদবির করতে উনি শামা ওবায়েদকে ফোন করেন। ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করছেন। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন।

শামা ওবায়েদ বলেন, ‘নিক্সন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন, শামা ওবায়েদ তা আশা করে না। বেয়াদব কে বাংলাদেশে, কোন দল বেয়াদব, সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে।’

দক্ষিণবঙ্গে শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণা করার নিক্সন চৌধুরী কে, প্রশ্ন রেখে শামা বলেন, ‘দক্ষিণবঙ্গে ১৯৭১ সালে আমার বাবা মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন। তিনি এ দেশের গণতন্ত্রের স্বার্থে, এ দেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে, এ দেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, বহুবার হুংকার ছেড়েছেন। ওনার সন্তান হিসেবে এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন, যদি একশ বার হুংকার ছাড়তে হয়, শামা ওবায়েদ সেটা ছাড়বে।’

গতকাল সোমবার ফরিদপুরের সালথা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে যুবলীগের সম্মেলনে বক্তব্য দেন সংসদ সদস্য নিক্সন চৌধুরী।

সোমবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিক্সন চৌধুরী শামা ওবায়েদ রিংকুকে ইঙ্গিত করে বলেন, আপনি একজন নারী। আপনার বাবা (বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান) একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন। আপনি তার মেয়ে। ছোট মুখে বড় কথা বলেন। জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করেন, তুই তোকারি সম্বোধন করেন। সাবধান হয়ে যান। ফের এসব ভাষায় কথা বললে আপনাকে ফরিদপুরে অবাঞ্চিত ঘোষণা করা হবে।

গতকাল সোমবার রাতে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে তিনি বলেন, ‘আপনি (শামা) সাবধান হয়ে যান। ভবিষ্যতে যদি নেত্রীকে (শেখ হাসিনা) নিয়ে বেয়াদবি বক্তব্য দেন, দক্ষিণবঙ্গে আপনাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে।’

যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর–৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। শামা ওবায়েদ নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর–২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

গতকাল রাতে সালথা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা যুবলীগের সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন নিক্সন চৌধুরী। সেখানে বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি বলেন, ‘বুকটা ফাইট্টা যায়, দুই–তিন দিন আগে দেখলাম, পল্টনের সমাবেশে দাঁড়াইয়া আমাদেরই আপা, নগরকান্দার আপা যেইভাবে চিৎকার দিচ্ছেন, বাবারে বাবা। ওনার ঝাড়ি–ধমক আর চিৎকার দেইখা আমার দুলাভাইয়ের জন্য দুঃখ হচ্ছে। এই খেঁচুনি খাইলে দুলাভাই থাকে কীভাবে। দুলাভাইয়ের জন্য সবাই দোয়া কইরেন, যেন ওনার সঙ্গে ঘর করতে পারেন।’

নিক্সন চৌধুরী বলেন, ‘ওনার (শামা) উদ্দেশে বলব, যতটুক যোগ্যতা, ততটুক নিয়া কথা বলেন। আপনার বক্তব্যে দেখলাম, শামা ওবায়েদ আপা, আপনি আমার নেত্রীকে তুই-তামাক্কা করছেন। আপনার পিতারও কিন্তু এই সাহস ছিল না, উনি (ওবায়দুর রহমান) একজন রাজনীতিবিদ ছিলেন।’

শামাকে সতর্ক করে নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি সাবধান হয়ে যান, ভবিষ্যতে যদি নেত্রীকে নিয়ে বেয়াদবি বক্তব্য দেন, দক্ষিণবঙ্গে আপনাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। বেয়াদব, এমন একটা বেয়াদব আবার ইলেকশন (নির্বাচন) করবে। আমরা লাবু মামাকে (ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী) বলব, আপনার আগামী জাতীয় নির্বাচনে ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনের জনগণ আপনার সঙ্গে আছি। আগামী জাতীয় নির্বাচনে এই বেয়াদবকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকব। আগামীতে যদি আমার নেত্রীকে এই বেয়াদব তুই-তামাক্কা কইরা কথা বলে, তার জিব টাইনা আমরা ছিঁড়া ফেলব।’

Please Share This Post in Your Social Media

নিক্সনের জিব ছিঁড়ে ফেলার হুঙ্কারের জবাবে যা বললেন শামা ওবায়েদ

নওরোজ রাজনীতি ডেস্ক
Update Time : ০৯:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে জিব ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুরের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

নিক্সন চৌধুরীর বিষোদগারের প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ বলেন, ‘নিক্সন চৌধুরীর অকথ্য ভাষায় শামা ওবায়েদ ভয় পায় না। গণতন্ত্রের স্বার্থে যতবার হুংকার ছাড়তে হয়, ততবার হুংকার ছেড়ে যাবো। এ রকম কুরুচিপূর্ণ কথাবার্তা আমার পছন্দ নয়।’

শামা ওবায়েদ মঙ্গলবার বলেন, ‘ওনার (নিক্সন চৌধুরীর) প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান, তার পক্ষে তদবির করতে উনি শামা ওবায়েদকে ফোন করেন। ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করছেন। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন।

শামা ওবায়েদ বলেন, ‘নিক্সন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন, শামা ওবায়েদ তা আশা করে না। বেয়াদব কে বাংলাদেশে, কোন দল বেয়াদব, সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে।’

দক্ষিণবঙ্গে শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণা করার নিক্সন চৌধুরী কে, প্রশ্ন রেখে শামা বলেন, ‘দক্ষিণবঙ্গে ১৯৭১ সালে আমার বাবা মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন। তিনি এ দেশের গণতন্ত্রের স্বার্থে, এ দেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে, এ দেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, বহুবার হুংকার ছেড়েছেন। ওনার সন্তান হিসেবে এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন, যদি একশ বার হুংকার ছাড়তে হয়, শামা ওবায়েদ সেটা ছাড়বে।’

গতকাল সোমবার ফরিদপুরের সালথা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে যুবলীগের সম্মেলনে বক্তব্য দেন সংসদ সদস্য নিক্সন চৌধুরী।

সোমবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিক্সন চৌধুরী শামা ওবায়েদ রিংকুকে ইঙ্গিত করে বলেন, আপনি একজন নারী। আপনার বাবা (বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান) একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন। আপনি তার মেয়ে। ছোট মুখে বড় কথা বলেন। জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করেন, তুই তোকারি সম্বোধন করেন। সাবধান হয়ে যান। ফের এসব ভাষায় কথা বললে আপনাকে ফরিদপুরে অবাঞ্চিত ঘোষণা করা হবে।

গতকাল সোমবার রাতে ফরিদপুরের সালথা উপজেলা যুবলীগের সম্মেলনে তিনি বলেন, ‘আপনি (শামা) সাবধান হয়ে যান। ভবিষ্যতে যদি নেত্রীকে (শেখ হাসিনা) নিয়ে বেয়াদবি বক্তব্য দেন, দক্ষিণবঙ্গে আপনাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে।’

যুবলীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর–৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। শামা ওবায়েদ নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর–২ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

গতকাল রাতে সালথা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা যুবলীগের সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন নিক্সন চৌধুরী। সেখানে বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি বলেন, ‘বুকটা ফাইট্টা যায়, দুই–তিন দিন আগে দেখলাম, পল্টনের সমাবেশে দাঁড়াইয়া আমাদেরই আপা, নগরকান্দার আপা যেইভাবে চিৎকার দিচ্ছেন, বাবারে বাবা। ওনার ঝাড়ি–ধমক আর চিৎকার দেইখা আমার দুলাভাইয়ের জন্য দুঃখ হচ্ছে। এই খেঁচুনি খাইলে দুলাভাই থাকে কীভাবে। দুলাভাইয়ের জন্য সবাই দোয়া কইরেন, যেন ওনার সঙ্গে ঘর করতে পারেন।’

নিক্সন চৌধুরী বলেন, ‘ওনার (শামা) উদ্দেশে বলব, যতটুক যোগ্যতা, ততটুক নিয়া কথা বলেন। আপনার বক্তব্যে দেখলাম, শামা ওবায়েদ আপা, আপনি আমার নেত্রীকে তুই-তামাক্কা করছেন। আপনার পিতারও কিন্তু এই সাহস ছিল না, উনি (ওবায়দুর রহমান) একজন রাজনীতিবিদ ছিলেন।’

শামাকে সতর্ক করে নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি সাবধান হয়ে যান, ভবিষ্যতে যদি নেত্রীকে নিয়ে বেয়াদবি বক্তব্য দেন, দক্ষিণবঙ্গে আপনাকে অবাঞ্চিত ঘোষণা করা হবে। বেয়াদব, এমন একটা বেয়াদব আবার ইলেকশন (নির্বাচন) করবে। আমরা লাবু মামাকে (ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী) বলব, আপনার আগামী জাতীয় নির্বাচনে ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনের জনগণ আপনার সঙ্গে আছি। আগামী জাতীয় নির্বাচনে এই বেয়াদবকে শিক্ষা দেওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকব। আগামীতে যদি আমার নেত্রীকে এই বেয়াদব তুই-তামাক্কা কইরা কথা বলে, তার জিব টাইনা আমরা ছিঁড়া ফেলব।’