ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক এমপি নুর মোহাম্মদ মণ্ডল কারাগারে কিশোরগঞ্জে যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান পূর্ণবহালের প্রতিবাদে মানববন্ধন পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে জাল ডলার বিক্রি চক্রের ৬ সদস্য আটক বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ জামালপুরে করোনায় এক চিকিৎসক আক্রান্ত ভাঙা নয়,মূল নকশায় ফিরছে নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘বিতর্কিত’ ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর’ ভাড়া নিয়ে বিতন্ডায় প্রাণ গেলা অটোচালকের ভাড়া বেশি নেওয়ার প্রতিবাদ করায় মাথা ফাটালো যাত্রীর গাইবান্ধায় প্রকাশ্যে স্টেশনমাস্টারকে মারধর যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

নাহিদ ইসলামকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশে নিন্দা ও প্রতিবাদ এনসিপি’র

ইমরান হোসেন
  • Update Time : ১২:১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / ২৪৩ Time View

কয়েকটি গণমাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে প্রকাশিত “উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর” সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিছু গণমাধ্যম আতিক মোর্শেদকে নাহিদ ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছে, যা সঠিক নয়। বাস্তবতা হলো, নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আতিক মোর্শেদ তার সঙ্গে ছিলেন, তবে বর্তমানে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে, উপদেষ্টা পদে থাকাকালীন ‘নগদ’ ছিল বাংলাদেশ ব্যাংকের অধীনে। তাই নগদের বিষয়ে তাকে জড়িয়ে সংবাদ পরিবেশন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক।

এনসিপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এই প্রতিবেদনের পরপরই কোনো যাচাই-বাছাই ছাড়াই একটি বৃহৎ রাজনৈতিক দলের মিডিয়া সেল থেকে এনসিপি এবং নাহিদ ইসলামকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ফটোকার্ড প্রকাশ করা হয়েছে, যা গভীর উদ্বেগ ও শঙ্কার বিষয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটি গণঅভ্যুত্থানের পরও গণমাধ্যমের ভূমিকা হতাশাজনক। রাষ্ট্রের অন্যান্য সেক্টরের মতো মিডিয়াতেও পতিত ফ্যাসিবাদের তল্পিবাহকদের সক্রিয়তা লক্ষ করা যাচ্ছে। কেউ কেউ অভ্যুত্থান ও তৎকালীন সরকার কর্তৃক সংঘটিত গণহত্যাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।”

এনসিপি আরও দাবি করে, বর্তমান গণমাধ্যম জগতে পুরোনো কায়দায় রাজনৈতিক দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই কিছু রাজনৈতিক গোষ্ঠী সংবাদমাধ্যমের মালিকানা ও প্রধান পদগুলো দখলে নিচ্ছে, যার পেছনে অলিগার্ক মাফিয়া মিডিয়া মালিকদের সংশ্লিষ্টতা আছে বলে তাদের বক্তব্য।

দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “যারা এক-এগারোর পুনরাবৃত্তির চেষ্টা করছেন, তারা যেন জানেন—চব্বিশের অভ্যুত্থান গণসার্বভৌমত্বের অনুপ্রেরণা। সেই শক্তিকে রুখতে এনসিপি প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

নাহিদ ইসলামকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশে নিন্দা ও প্রতিবাদ এনসিপি’র

ইমরান হোসেন
Update Time : ১২:১০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

কয়েকটি গণমাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামকে জড়িয়ে প্রকাশিত “উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর” সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কিছু গণমাধ্যম আতিক মোর্শেদকে নাহিদ ইসলামের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে উল্লেখ করেছে, যা সঠিক নয়। বাস্তবতা হলো, নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আতিক মোর্শেদ তার সঙ্গে ছিলেন, তবে বর্তমানে তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে, উপদেষ্টা পদে থাকাকালীন ‘নগদ’ ছিল বাংলাদেশ ব্যাংকের অধীনে। তাই নগদের বিষয়ে তাকে জড়িয়ে সংবাদ পরিবেশন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিমূলক।

এনসিপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, এই প্রতিবেদনের পরপরই কোনো যাচাই-বাছাই ছাড়াই একটি বৃহৎ রাজনৈতিক দলের মিডিয়া সেল থেকে এনসিপি এবং নাহিদ ইসলামকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ফটোকার্ড প্রকাশ করা হয়েছে, যা গভীর উদ্বেগ ও শঙ্কার বিষয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটি গণঅভ্যুত্থানের পরও গণমাধ্যমের ভূমিকা হতাশাজনক। রাষ্ট্রের অন্যান্য সেক্টরের মতো মিডিয়াতেও পতিত ফ্যাসিবাদের তল্পিবাহকদের সক্রিয়তা লক্ষ করা যাচ্ছে। কেউ কেউ অভ্যুত্থান ও তৎকালীন সরকার কর্তৃক সংঘটিত গণহত্যাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে।”

এনসিপি আরও দাবি করে, বর্তমান গণমাধ্যম জগতে পুরোনো কায়দায় রাজনৈতিক দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের পতনের পর থেকেই কিছু রাজনৈতিক গোষ্ঠী সংবাদমাধ্যমের মালিকানা ও প্রধান পদগুলো দখলে নিচ্ছে, যার পেছনে অলিগার্ক মাফিয়া মিডিয়া মালিকদের সংশ্লিষ্টতা আছে বলে তাদের বক্তব্য।

দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “যারা এক-এগারোর পুনরাবৃত্তির চেষ্টা করছেন, তারা যেন জানেন—চব্বিশের অভ্যুত্থান গণসার্বভৌমত্বের অনুপ্রেরণা। সেই শক্তিকে রুখতে এনসিপি প্রস্তুত।