ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
সেন্টমার্টিন রক্ষায় বিকল্প জীবিকা ও টেকসই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে – পরিবেশ উপদেষ্টা আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না- পরিবেশ উপদেষ্টা নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের জবরদখলকৃত ২ একর বনভূমি উদ্ধার মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভে উত্তাল রংপুর পুতুলকে ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা টঙ্গীতে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, প্রাণনাশের হুমকি নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে জাককানইবি শিক্ষার্থীদের প্রতিবাদ “চব্বিশ-এক ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে, বাংলায় আরেক ফ্যাসিবাদ ফিরলে ছাত্রজনতা ঘরে বসে থাকবে না” নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে শেকৃবি শিক্ষার্থীরা

নারী ভাড়া করে নৌকায় ফুর্তি, অশ্লীলতার অভিযোগে আটক ১৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • Update Time : ০৫:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩০৫ Time View

চলনবিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকার অভিযোগে চার নারী, ১০ যুবকসহ ১৪ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে মো. রাশিদুল ইসলাম (৩০), চাচকৈর গ্রামের মৃত জমিন মোল্লার ছেলে মো. ছাবলু মোল্লা (৪২), বামনকোলার গ্রামের মো. সানোয়ার হোসেন প্রামাণিকের ছেলে মো. সেলিম প্রামাণিক (৩৩), মশিন্দা কান্দিপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. আজাদুল ইসলাম (৩৩), মৃত রিফাত আলীর ছেলে মো. জামাল হোসেন (৩৯), মো. আলতাফ প্রামাণিকের ছেলে মো. বাবু প্রামাণিক (২৭), মো. খয়বর আলীর ছেলে মো. ছাবলু হাসান (৩১), মৃত আহম্মদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (২৮), মৃত মিরাজ মোল্লার ছেলে মো. বাচ্চু মোল্লা (৪০), চাচকৈর খামার নাচকৈর গ্রামের মো. আব্দুস ছামাদের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের মো. নওশাদ আলীর মেয়ে মোছা. নুপুর আক্তার (২২), টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের মো. মোজাহিদ আলীর মেয়ে মোছা. মারিয়া খাতুন (১৯), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ঝিনাই গ্রামের মো. আসাদ আলীর মেয়ে মোছা. আসমা খাতুন (২৫) ও মোছা. আয়শা আক্তার (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার একদল যুবক চারজন নারীকে ভাড়া করে এনে নৌকায় ফুর্তি করতে বের হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ধামাইচ এলাকায় এ অভিযান চালায়।

এ সময় একটি নৌকায় গান বাজনাসহ অশ্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে ১০ জন যুবক, ৪ জন নারী ও নৌকার মাঝি এবং সহকারীকে আটক করে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমণের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে উঠতি যুবকরা। চলে মাদক সেবন ও দেহ ব্যবসা।

Please Share This Post in Your Social Media

নারী ভাড়া করে নৌকায় ফুর্তি, অশ্লীলতার অভিযোগে আটক ১৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
Update Time : ০৫:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

চলনবিলে নৌকার মধ্যে অশ্লীলতায় জড়িত থাকার অভিযোগে চার নারী, ১০ যুবকসহ ১৪ জনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে তাদের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে মো. রাশিদুল ইসলাম (৩০), চাচকৈর গ্রামের মৃত জমিন মোল্লার ছেলে মো. ছাবলু মোল্লা (৪২), বামনকোলার গ্রামের মো. সানোয়ার হোসেন প্রামাণিকের ছেলে মো. সেলিম প্রামাণিক (৩৩), মশিন্দা কান্দিপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. আজাদুল ইসলাম (৩৩), মৃত রিফাত আলীর ছেলে মো. জামাল হোসেন (৩৯), মো. আলতাফ প্রামাণিকের ছেলে মো. বাবু প্রামাণিক (২৭), মো. খয়বর আলীর ছেলে মো. ছাবলু হাসান (৩১), মৃত আহম্মদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (২৮), মৃত মিরাজ মোল্লার ছেলে মো. বাচ্চু মোল্লা (৪০), চাচকৈর খামার নাচকৈর গ্রামের মো. আব্দুস ছামাদের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮), রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের মো. নওশাদ আলীর মেয়ে মোছা. নুপুর আক্তার (২২), টাঙ্গাইল জেলা মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের মো. মোজাহিদ আলীর মেয়ে মোছা. মারিয়া খাতুন (১৯), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ঝিনাই গ্রামের মো. আসাদ আলীর মেয়ে মোছা. আসমা খাতুন (২৫) ও মোছা. আয়শা আক্তার (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার একদল যুবক চারজন নারীকে ভাড়া করে এনে নৌকায় ফুর্তি করতে বের হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ধামাইচ এলাকায় এ অভিযান চালায়।

এ সময় একটি নৌকায় গান বাজনাসহ অশ্লীলতা চলছিল। পুলিশ নৌকায় অভিযান চালিয়ে ১০ জন যুবক, ৪ জন নারী ও নৌকার মাঝি এবং সহকারীকে আটক করে।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরই বর্ষা মৌসুমে চলনবিল অঞ্চলে নৌকা ভ্রমণের নামে বিভিন্ন অঞ্চল থেকে নারী এনে নৌকায় আনন্দ ফুর্তিতে মেতে ওঠে উঠতি যুবকরা। চলে মাদক সেবন ও দেহ ব্যবসা।