নরসিংদী চেম্বার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৮ পরিচালক নির্বাচিত
- Update Time : ০৭:৫৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- / ৪৫ Time View
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিশিষ্ট শিল্পপতি রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন প্যানেলের ১৮ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
গত শনিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন রাশেদুল হাসান রিন্টুর নেতৃত্বাধীন প্যানেলের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে ১৫ জন পরিচালক প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এরই প্রেক্ষিতে রবিবার (৮ ডিসেম্বর ) নির্বাচন বোর্ড কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ১৮ জন পরিচালককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।
সূত্র জানায়, পরিচালকদের সর্বসম্মতিক্রমে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট হচ্ছেন প্যানেলের দলনেতা রাশেদুল হাসান রিন্টু। রাশেদুল হাসান রিন্টু নরসিংদী চেম্বারের সাবেক পরিচালক এবং চৌয়ালা টেক্সটাইল শিল্ল মালিক সমিতির সভাপতি।
চেম্বার সূত্র জানা যায়, জেলায় ব্যবসায়ীদের বৃহৎ সংগঠন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য সংখ্যা প্রায় ৬৭০০। এবারের নির্বাচনি তফসিল অনুযায়ী গত ২১ নভেম্বর মনোনয়নপত্র জমা নেওয়া হয়। নির্বাচনে সাধারন শ্রেণীতে ২১ জন প্রার্থী ও সহযোগী শ্রেণীতে ১৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন বোর্ড। নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে সাধারণ শ্রেণীর ৯ জন ও সহযোগী শ্রেণীর ৬ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বাকীদের বিনা প্রতিদ্বন্ধীতায় বেসরকারীভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
সাধারণ শ্রেণীর নির্বাচিত পরিচালকরা হলেন, রাশেদুল হাসান রিন্টু, আব্দুল কাইউম মোল্লা, মো. নাজমুল হক ভূঞা, মো. দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মো. মোশারফ হোসেন, মো. দেলোয়ার হোসেন, মো. ছানাউল্লাহ (মিলন), নাসির আহমেদ রিগান, মো. মনির হোসেন, মো. নাসির উদ্দিন ও মো. রাজিবুল আলম। সহযোগী শ্রেণীর নির্বাচিত পরিচালকরা হলেন, হাসিব আহম্মেদ মোল্লা, মো. সারোয়ার হোসেন ভূঞা (ঝন্টু), আসাদুজ্জামান, এনায়েত সারজিদ, মো. সোহেল সরকার ও ইফরান আহম্মেদ মোল্লা (রিপন)।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া জানান, তফসিল অনুযায়ী ২১ ডিসেম্বর নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ শ্রেণীর ১২ জন ও সহযোগী শ্রেণীর ৬ জন পরিচালক নির্বাচিত হয়েছে। অফিস বেহারার নির্বাচনে নির্বাচিত পরিচালকদের মধ্য হতে এক জন প্রেসিডেন্ট ও দুইজন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হবে।
জানতে চাইলে রাশেদুল হাসান রিন্টু বলেন, আমি অতীতে নরসিংদী চেম্বারে বৈষম্যের স্বীকার হয়েছি। ছাত্র আন্দোলনে অর্জিত নতুন বাংলাদেশে ব্যবসায়ীদের ঐক্যমতে ভিত্তিতে আমার পুরো প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত করেছে। এজন্য আমি ব্যবসায়ীদের নিকট কৃতজ্ঞ।
তিনি বলেন, নরসিংদী একটি সম্ভাবনাময় জেলা। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। ব্যবসায়িরা ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখিন হচ্ছেন। সবাইকে নিয়ে সমস্যাগুলো কাটিয়ে ব্যবসার পরিবেশ ও চেম্বারের উন্নয়নে কাজ করে যেতে চাই।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়