নয়াপল্টনে “হ্যালো পিওর গোল্ড” উদ্বোধন করলেন পিবিআই প্রধান
- Update Time : ০৪:২৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৫৪ Time View
দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী জনাব মোঃ আনোয়ার হোসেন এর ঢাকার নয়াপল্টনের রূপায়ন টাওয়ারে নব-প্রতিষ্ঠিত “হ্যালো পিওর গোল্ড”ব্যবসা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম।
গত ২১ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৪.০০ টায় ঢাকার নয়াপল্টনের রূপায়ন টাওয়ারে নব-প্রতিষ্ঠিত “হ্যালো পিওর গোল্ড”ব্যবসা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম।
এ সময় পিবিআই প্রধান বলেন,“সততাই ব্যবসায়ের মূল ধন। জনাব আনোয়ার সাহেব সততা নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করবেন মর্মে পিবিআই প্রধান প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিবিআই এর পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কাজী আখতার উল আলম, পুলিশ সুপার (লিগ্যাল এন্ড মিডিয়া) জনাব মোঃ আবু ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব মোঃ নাসিম মিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া এবং ইফতার মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।