ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নব্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না: ভিপি নুর

নওরোজ ডেস্ক
  • Update Time : ০৫:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ৪৬ Time View

নব্য কোনো ফ্যাসিবাদ দলকে ক্ষমতায় দেখতে চাই না বলে মন্তব্য করেছেন সাবেক ডাকসু ভিপি কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগাহ মাঠে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নূর বলেন, এ দেশে আর এমপির ছেলে এমপি, উপজেলা চেয়ারম্যানের ছেলে উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হতে পারবে না।

তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বিরক্ত। তাদের কর্মকান্ড থেকেও ফ্যাঁসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা অনেক করেছেন। এবার থামুন। মানুষের জন্য কাজ করুন। মানুষের কল্যাণের রাজনীতি করুন নচেৎ আপনাদের পরিমাণ নাম কী হবে তা জাতি ঠিক করে রেখেছে।

প্রশাসনের উদ্দেশে নুর বলেন, আপনারা অন্তর্বর্তী সরকারের অধীনে আছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করেন। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে যদি তা প্রতীয়মান হয় তাহলে আপনাদের চাকরি করার নৈতিকতা নেই। যদি এই মানসিকতা পরিহার না করতে পারেন তাহলে চাকরি ছেড়ে বাড়ি চলে যান।

পথসভায় এ ছাড়াও বক্তব্য দেন, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সানি, কর্মসংস্থান বিষয়ক ফয়সাল আহমেদ প্রমুখ।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

নব্য কোনো ফ্যাসিবাদকে ক্ষমতায় দেখতে চাই না: ভিপি নুর

নওরোজ ডেস্ক
Update Time : ০৫:১২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

নব্য কোনো ফ্যাসিবাদ দলকে ক্ষমতায় দেখতে চাই না বলে মন্তব্য করেছেন সাবেক ডাকসু ভিপি কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২ নভেম্বর) দুপুরে দাউদকান্দি উপজেলার বিশ্বরোড ঈদগাহ মাঠে উপজেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নূর বলেন, এ দেশে আর এমপির ছেলে এমপি, উপজেলা চেয়ারম্যানের ছেলে উপজেলা চেয়ারম্যান আর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হতে পারবে না।

তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে বিরক্ত। তাদের কর্মকান্ড থেকেও ফ্যাঁসিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে, তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা অনেক করেছেন। এবার থামুন। মানুষের জন্য কাজ করুন। মানুষের কল্যাণের রাজনীতি করুন নচেৎ আপনাদের পরিমাণ নাম কী হবে তা জাতি ঠিক করে রেখেছে।

প্রশাসনের উদ্দেশে নুর বলেন, আপনারা অন্তর্বর্তী সরকারের অধীনে আছেন। অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করেন। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে যদি তা প্রতীয়মান হয় তাহলে আপনাদের চাকরি করার নৈতিকতা নেই। যদি এই মানসিকতা পরিহার না করতে পারেন তাহলে চাকরি ছেড়ে বাড়ি চলে যান।

পথসভায় এ ছাড়াও বক্তব্য দেন, কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সানি, কর্মসংস্থান বিষয়ক ফয়সাল আহমেদ প্রমুখ।

নওরোজ/এসএইচ