ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান,পারমাণবিক কর্মসূচি চলবে: পেজেশকিয়ান শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সিলেটে অভিনব প্রতিবাদ মাইলস্টোন শিক্ষার্থীদের উসকানিদাতা রাফি যুবলীগ নেতা ভারতে পালানোর সময় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেফতার সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান এই স্বাস্থ্য উপদেষ্টা, এটা কোনো কাজের না : হাসনাত আবদুল্লাহ সরকারের দুর্বলতাকে নয় সদিচ্ছাকে বড় করে দেখা উচিতঃ মির্জা ফখরুল ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার ও গোপনকক্ষের ভেতরে ছবি তোলা যাবে না সিইসি ও কমিশনার নিয়োগের পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো একমত সরকার বললে চলে যাব : শিক্ষা উপদেষ্টা

নতুন লুকে চমকে দিলেন বুবলী

নওরোজ বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • / ১৮৭ Time View

নতুন লুকে হাজির হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছোট চুল, তার উপর গোল্ডেন কালার, পরে আছেন হলুদ রঙের পোশাক! এমন রাফ এন্ড টাফ লুকে একাধিক সেলফি ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল বাড়ালেন এই নায়িকা! বুবলীর নতুন এই লুকে ছবিগুলো লুফে নিয়েছে অনুসারীরা।

জানা গেছে, বুবলীর এই লুক দেখা যাবে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘তুমি যেখানে আমি সেখানে’ ছবিতে। কমেডি ধাঁচের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন রোশান। বর্তমানে ছবিটি শুটিং চলছে। এমন রাফ এন্ড টাফ নয়, আরও কয়েকটি লুকে ছবিতে বুবলীকে দেখা যাবে। তিনি বলেন, অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। লুকগুলোও দর্শকদের ভালো লাগবে।

দর্শকরা নানারকম গল্পের সিনেমা দেখতে পছন্দ করেন। এটি অন্যতম সেরা একটি কমেডি সিনেমা হতে যাচ্ছে। বুবলী বলেন, এটি শতভাগ কমেডি সিনেমা। সত্যি কথা বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার। ১৯৮৩ সালের সুপারহিট ছবি ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গানের নাম থেকে এই সিনেমাটির নাম নিয়েছেন দেবাশীষ বিশ্বাস।

তিনি বলেন, ‘গানটি আমার ভীষণ পছন্দের। এই ছবির গল্পটি চ‚ড়ান্তের পর দেখলাম নামটি খাপ খায়। এজন্যই নামটি নিয়েছি। এটি কমেডি ধাঁচের ছবি।’ বলেন, আমি কমেডিটা একটু ভালো বুঝি। এটা করতেও ভালো লাগে। আমাদের দেশে কমেডি ছবি কম হয়, এজন্য আমি এই জনরা বেছে নিয়েছি। তাছাড়া প্রত্যেকের ভিতরে নিজস্ব শক্তি থাকে।

আমি মনে করি আমার শক্তি কমেডি ধাঁচ। ‘নতুন এই ছবিতে আমি হাস্যরসের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি। তবে হ্যাঁ দুঃখ রোমান্স সবকিছু মিলিয়ে একটি প্যাকেজ বলা যায়।’ বলছিলেন দেবাশীষ। এ ছবির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিতে অভিনয় করছেন রোশান, বুবলী, মিশা সওদাগর, ইমরান সহ অনেকে।

Please Share This Post in Your Social Media

নতুন লুকে চমকে দিলেন বুবলী

নওরোজ বিনোদন ডেস্ক
Update Time : ০৬:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩

নতুন লুকে হাজির হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ছোট চুল, তার উপর গোল্ডেন কালার, পরে আছেন হলুদ রঙের পোশাক! এমন রাফ এন্ড টাফ লুকে একাধিক সেলফি ছেড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌতূহল বাড়ালেন এই নায়িকা! বুবলীর নতুন এই লুকে ছবিগুলো লুফে নিয়েছে অনুসারীরা।

জানা গেছে, বুবলীর এই লুক দেখা যাবে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘তুমি যেখানে আমি সেখানে’ ছবিতে। কমেডি ধাঁচের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন রোশান। বর্তমানে ছবিটি শুটিং চলছে। এমন রাফ এন্ড টাফ নয়, আরও কয়েকটি লুকে ছবিতে বুবলীকে দেখা যাবে। তিনি বলেন, অনেক প্রস্তুতি নিয়ে বিভিন্ন লুকে অভিনয় করছি। লুকগুলোও দর্শকদের ভালো লাগবে।

দর্শকরা নানারকম গল্পের সিনেমা দেখতে পছন্দ করেন। এটি অন্যতম সেরা একটি কমেডি সিনেমা হতে যাচ্ছে। বুবলী বলেন, এটি শতভাগ কমেডি সিনেমা। সত্যি কথা বলতে এমন সিনেমায় কাজ করা অনেক কঠিন। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ। তারপরও আমার দিক থেকে চেষ্টা করছি যতটুকু ভালো অভিনয় করা যায় তা করার। ১৯৮৩ সালের সুপারহিট ছবি ‘নাগ পূর্ণিমা’র ‘তুমি যেখানে আমি সেখানে’ গানের নাম থেকে এই সিনেমাটির নাম নিয়েছেন দেবাশীষ বিশ্বাস।

তিনি বলেন, ‘গানটি আমার ভীষণ পছন্দের। এই ছবির গল্পটি চ‚ড়ান্তের পর দেখলাম নামটি খাপ খায়। এজন্যই নামটি নিয়েছি। এটি কমেডি ধাঁচের ছবি।’ বলেন, আমি কমেডিটা একটু ভালো বুঝি। এটা করতেও ভালো লাগে। আমাদের দেশে কমেডি ছবি কম হয়, এজন্য আমি এই জনরা বেছে নিয়েছি। তাছাড়া প্রত্যেকের ভিতরে নিজস্ব শক্তি থাকে।

আমি মনে করি আমার শক্তি কমেডি ধাঁচ। ‘নতুন এই ছবিতে আমি হাস্যরসের মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি। তবে হ্যাঁ দুঃখ রোমান্স সবকিছু মিলিয়ে একটি প্যাকেজ বলা যায়।’ বলছিলেন দেবাশীষ। এ ছবির চিত্রনাট্য লিখছেন আবদুল্লাহ জহির বাবু। নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য ছবিতে অভিনয় করছেন রোশান, বুবলী, মিশা সওদাগর, ইমরান সহ অনেকে।