নতুন গান দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী রাকা পপি
- Update Time : ০৪:৪৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- / ১৯ Time View
সম্প্রতি বশীকরণ তাবিজ শিরোনামে Raka Popi Official ইউটিউব চ্যানেল থেকে একটি গান প্রকাশ হয়েছে। এছাড়াও বিভিন্ন অনলাইন প্লাটফর্মেও রিলিজ হয়েছে।
গানের গীতিকার রামানন্দ সরকার এবং সুর করেছেন রাকা পপি নিজেই। গানের মিউজিক করেছেন এ.এন.ফরহাদ। ভিডিওতে কাস্টিং গায়িকা নিজেই রয়েছেন। ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাস।
এর আগে Raka Popi Official ইউটিউব চ্যানেলে প্রকাশিত রসিক কালা গানটি দিয়েও তিনি বেশ শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। এর পাশাপাশি ‘মানুষ চিনতে দুখের প্রয়োজন’, ‘রঙিন ভ্যালেন্টাইন,’গায়ে হলুদ’, ‘জাদু টোনা’ , ‘শুনতে পাওনি তুমি’ সহ অন্যান্য মৌলিক গানেও বেশ দর্শক শ্রোতাপ্রিয়তা পেয়েছেন তিনি।
গানটি সম্পর্কে গীতিকার রামানন্দ সরকার বলেন, এটি একটি মিষ্টি প্রেমের অনুভূতি নিয়ে রোমান্টিক ফোক ধাচের কথা দিয়ে সাজানো গান। নতুন গানগুলো সংক্রান্তে তিনি বলেন মৌলিক গান একজন শিল্পীর স্বকীয়তা প্রকাশ করে এবং আমি চেষ্টা করি ভালো কথা ও সুরে গান করার। গান সৃষ্টির আনন্দ আসলেই অন্যরকম।
তাছাড়া তিনি রেডিও, বিভিন্ন টেলিভিশন, ইউটিউব, দেশ এবং দেশের বাইরের সঙ্গীতের স্টেজ গুলোতে নিয়মিতভাবে সঙ্গীত পরিবেশন করে চলেছেন। নতুন গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে তিনি আশা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়






















































































































































































