ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া ৯ মাসে ইতালিতে পাড়ি জমানো অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশী প্রত্যেক উপদেষ্টাই বিদেশি নাগরিক : রুমিন ফারহানা আবারও ফিল্মফেয়ারের মঞ্চ মাতাবেন শাহরুখ ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে: চরমোনাই পীর আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল মিশরের বিচার বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতির বৈঠক কারামুক্ত শহিদুল আলম, গেলেন তুরস্কে অটোরিকশা চালকের হামলায় পুলিশ কনস্টেবল আহত

নতুন উৎসবে যাচ্ছে জয়া আহসানের সিনেমা

বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / ৩৬০ Time View

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি যেমন ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তেমনি কাজ করে যাচ্ছেন গল্পপ্রধান সিনেমাগুলোতেও। সেসব ছবিতে বৈচিত্রময় চরিত্রে ঘুরছেন দেশে দেশে। জয়ার বেশ কিছু সিনেমা বিশ্বের নানা দেশের উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে।

এবার এ অভিনেত্রী অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে। সেখানে প্রতিযোগিতায় লড়তে মনোনীত হয়েছে সিনেমাটি।

এটি কলকাতার সিনেমা। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রটারড্যাম চলচ্চিত্র উৎসব। সেখানে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে ‌‘পুতুল নাচের ইতিকথা’।

ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায়। মূল উপন্যাসে সময়টা আরও পেছনে ছিল। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

সিনেমাটি জয়ার নিজেরও খুব প্রিয়। এটি বিদেশের উৎসবে জায়গা পেয়েছে জেনে তিনি আনন্দিত। জয়া আহসান বলেন, ‘আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। এত বছরের চলচ্চিত্রজীবনে এটা বিরাট প্রাপ্তি। আশা করি আমাদের সবার জন্য ভালো কিছু বয়ে আনবে ছবিটি।’

‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি ২০২৫ সালের মে মাসে মানিক বন্দোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এরপর এটি সাফটা চুক্তিতে আসতে পারে বাংলাদেশেও।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমাটি।

Please Share This Post in Your Social Media

নতুন উৎসবে যাচ্ছে জয়া আহসানের সিনেমা

বিনোদন ডেস্ক
Update Time : ০৬:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি যেমন ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তেমনি কাজ করে যাচ্ছেন গল্পপ্রধান সিনেমাগুলোতেও। সেসব ছবিতে বৈচিত্রময় চরিত্রে ঘুরছেন দেশে দেশে। জয়ার বেশ কিছু সিনেমা বিশ্বের নানা দেশের উৎসবে অংশ নিয়ে প্রশংসিত হয়েছে।

এবার এ অভিনেত্রী অভিনীত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি আমন্ত্রণ পেয়েছে নেদারল্যান্ডসের রটারড্যাম চলচ্চিত্র উৎসবে। সেখানে প্রতিযোগিতায় লড়তে মনোনীত হয়েছে সিনেমাটি।

এটি কলকাতার সিনেমা। প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতিকথা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সুমন মুখোপাধ্যায়। তিনি জানান, আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে রটারড্যাম চলচ্চিত্র উৎসব। সেখানে বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে লড়বে ‌‘পুতুল নাচের ইতিকথা’।

ত্রিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত সময়টা উঠে আসবে ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায়। মূল উপন্যাসে সময়টা আরও পেছনে ছিল। দর্শকের সামনে গল্পটা সহজবোধ্য করার জন্য খানিকটা এগিয়ে এনেছেন পরিচালক সুমন। এতে জয়া অভিনয় করেছেন কুসুম চরিত্রে। শশী চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্যায়। বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

সিনেমাটি জয়ার নিজেরও খুব প্রিয়। এটি বিদেশের উৎসবে জায়গা পেয়েছে জেনে তিনি আনন্দিত। জয়া আহসান বলেন, ‘আন্তর্জাতিক স্তরে এই ছবির যাত্রা যে এইভাবে শুরু হবে এটা কল্পনাতীত ছিল। এত বছরের চলচ্চিত্রজীবনে এটা বিরাট প্রাপ্তি। আশা করি আমাদের সবার জন্য ভালো কিছু বয়ে আনবে ছবিটি।’

‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমাটি ২০২৫ সালের মে মাসে মানিক বন্দোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা। এরপর এটি সাফটা চুক্তিতে আসতে পারে বাংলাদেশেও।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে আগামী ২৭ ডিসেম্বর মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ‘নকশি কাঁথার জমিন’ সিনেমাটি।