নতুন উপদেষ্টাদের জন্য প্রস্তুত ৫ গাড়ি
- Update Time : ০৬:০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩০ Time View
অন্তবর্তী সরকারে যুক্ত হতে যাওয়া নতুন উপদেষ্টাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত করা হয়েছে। এরই মধ্যে এসকল গাড়ি পরিবহণ পুল থেকে সচিবালয়ে নিয়ে আসা হয়েছে। মন্ত্রিপরিষদ সুত্রে জানা গেছে, এখান থেকে গাড়িগুলো নতুন উপদেষ্টাদের বাড়িতে পাঠানো হবে।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়ানো হবে। সেজন্য পরিবহণ পুল থেকে গাড়ি প্রস্তুত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন উপদেষ্টাদের শপথ পড়াবেন।
অতিরিক্ত সচিব মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। পাঁচটি গাড়ি প্রস্তুত রাখছি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্য সংখ্যা এখন ২১ জন।
নওরোজ/এসএইচ