নতুন ইসির ব্রিফিংয়ের আগে নামানো হল শেখ মুজিবের ছবি
- Update Time : ০৭:৪১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ১৮ Time View
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের বিফ্রিংয়ের আগে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষ থেকে নামানো হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার। এরপর তারা নির্বাচন কমিশনে যান।
বিকেল সাড়ে ৩টার দিকে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে তাদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসার কথা থাকলেও আনুষ্ঠানিকতা ও মধ্যাহ্নভোজের কারণে ব্রিফিংয়ে দেরি হয়। বিকেল ৪টার দিকে কমিশনের দুই কর্মী নির্বাচন ভবনের পঞ্চম তলায় ওই সম্মেলন কক্ষে এসে দীর্ঘদিন ধরে দেয়ালে টানানো শেখ মুজিবের ছবিটি খুলে ফেলেন।
পরে সাড়ে ৪টায় সংবাদ সম্মেলন শুরু হয়। বিষয়টি নিয়ে কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। কর্মচারীরাও কোনো কথা বলেননি।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
নওরোজ/এসএইচ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়