ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
কলকাতা বিমানবন্দরের কাঁচ ভেঙে পালানোর চেষ্টায় বাংলাদেশি যুবক গ্রেফতার দেশ অস্থিতিশীল করতে চায় আওয়ামী লীগ, সতর্ক পুলিশ রোববার ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট মাহমুদুর রহমান দোলন পলিথিন ও শব্দ দূষণ রোধে সারা দেশে জোরালো অভিযান বাঞ্ছারামপুরে গৃহবধূ হত্যা মামলার মূল আসামি গ্রেফতার জামায়াত আমীরকে দেখতে গেলেন নাহিদ আ.লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ চলছে : সেনাবাহিনী ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ১১৫ নিষেধাজ্ঞা লালবাগে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী আত্মহত্যার চেষ্টা

আসাদুল্লাহ আল গালিব, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : ০৭:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • / ৩১৩ Time View

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ছাত্রী। শুক্রবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের শিউলিমালা হলের ৬৩১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে ওই শিক্ষার্থীর কক্ষ থেকে মাঝরাতে কান্নার শব্দ শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার রাতেও তার কক্ষ থেকে একই ধরনের শব্দ শুনেছেন সহপাঠীরা। শুক্রবার সকালে রুমের দরজা খোলা দেখতে পেয়ে আশপাশের শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করেন এবং তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশে পাওয়া যায় ঘুমের ট্যাবলেটের খালি প্যাকেট। পরে দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সে এখন আশঙ্কামুক্ত। পারিবারিক জটিলতার কারণেই সে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানতে পেরেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য আমরা হলে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করব।”

বিভাগীয় প্রধান অধ্যাপক সাদিক হাসান শুভ বলেন, “আমি বর্তমানে ক্যাম্পাসে নেই, তবে বিষয়টি শুনেছি। তার খোঁজখবর রাখার জন্য আমি দুজন শিক্ষার্থীকে দায়িত্ব দিয়েছি। তার পরিবারের সদস্যরাও ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রী আত্মহত্যার চেষ্টা

আসাদুল্লাহ আল গালিব, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
Update Time : ০৭:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ছাত্রী। শুক্রবার (১ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের শিউলিমালা হলের ৬৩১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে ওই শিক্ষার্থীর কক্ষ থেকে মাঝরাতে কান্নার শব্দ শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার রাতেও তার কক্ষ থেকে একই ধরনের শব্দ শুনেছেন সহপাঠীরা। শুক্রবার সকালে রুমের দরজা খোলা দেখতে পেয়ে আশপাশের শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করেন এবং তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশে পাওয়া যায় ঘুমের ট্যাবলেটের খালি প্যাকেট। পরে দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সে এখন আশঙ্কামুক্ত। পারিবারিক জটিলতার কারণেই সে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানতে পেরেছি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সেজন্য আমরা হলে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করব।”

বিভাগীয় প্রধান অধ্যাপক সাদিক হাসান শুভ বলেন, “আমি বর্তমানে ক্যাম্পাসে নেই, তবে বিষয়টি শুনেছি। তার খোঁজখবর রাখার জন্য আমি দুজন শিক্ষার্থীকে দায়িত্ব দিয়েছি। তার পরিবারের সদস্যরাও ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।