ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ৮ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির নিন্দা

নওগাঁয় আবারো সংঘবদ্ধ হামলার শিকার সাংবাদিক শহিদুল, গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : ০৩:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
  • / ৮ Time View

নওগাঁয় সংবাদ প্রকাশের জেরে মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কম-এর নওগাঁ জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম (২৫) আবারো সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি-বিএসসি।

দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন, বিএসসি’র নেতৃবৃন্দ। বিএসসি’র আহ্বায়ক কমিটির সদস্য নওগাঁর সাংবাদিক শহিদুল ইসলামের উপর অন্যায়ভাবে আক্রমণকারী এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। শহিদুলের ব্যাপারে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি-বিএসসি’র প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন ভাই।

তিনি বলেন, মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার চাকলা বাজার এলাকায় নাহিদ হোসেন নামে এক যুবকের নেতৃত্বে প্রকাশ্য ১৫-২০ জন এ হামলা চালায়। নাহিদ নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের গোলামের ছেলে ও তার সহযোগি পলাশ এবং তার বাবা উকিল মিয়া হরিপুর গ্রামের বাসিন্দা, নাহিদের আরো সহযোগীদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আহত সাংবাদিক শহিদুল বার্তা২৪.কম এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

এর আগে গত ১৬ অক্টোবর দুপুরে পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামে এক নব মুসলিম পরিবারকে অবরুদ্ধ রাখা সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহে গেলে প্রথম দফায় হামলার শিকার হয়েছিলেন তিনি। পরে হামলাকারীদের অপকর্ম তুলে ধরে সংবাদ প্রকাশ করেছিলেন। এর জেরেই দ্বিতীয় দফায় তার ওপর আবারো সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামলার শিকার সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, গত ১৬ অক্টোবর প্রথম দফা হামলার শিকার হয়ে নাহিদসহ হামলাকারীদের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছিলাম। এরপরই হামলাকারীরা আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দিয়ে আসছিলো আত্মগোপনে থাকা নাহিদ বাহিনীর সদস্যরা।

এরই জেরে গত মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চাকলা বাজারে চারিদিক থেকে আমাকে ঘেরাও করে নাহিদ ও তার সঙ্গে থাকা ক্যাডার বাহিনীর ১৫-২০ সদস্য। এরপরই পকেট থেকে ছুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র বের করে আক্রমন চালায় তারা। নাহিদ মূলত অন-লাইনে জুয়ার এজেন্ট দেয় ও অবৈধভাবে ডলার লেনদেন করে যুবসমাজকে ধ্বংস করছে প্রতিনিয়ত। নাহিদসহ তার অন্যান্য বাহিনীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, গত ১৬ অক্টোবর প্রথম দফায় হামলার ঘটনাটি জানা মাত্রই তাৎক্ষণিক থানা পুলিশের একটি টিম পাঠিয়ে সাংবাদিক শহিদুলকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছিলো। এরপর থেকেই ঘটনাটি খতিয়ে দেখছিলো পুলিশ। এরই মধ্যে দ্বিতীয় দফায় আবারো তিনি হামলার শিকার হয়েছেন বলে জেনেছি। এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

সহকর্মী বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির আহ্বায়ক কমিটির সদস্য নওগাঁর সাংবাদিক শহিদুল ইসলামের উপর অন্যায়ভাবে আক্রমণকারী এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। শহিদুলের ব্যাপারে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)র প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন ভাই।

তিনি বলেন, সাংবাদিক শহীদুল ইসলাম আমার সন্তানতুল্য, ভাই, ছাত্র, কর্মী, ভক্ত, সবকিছু। ছিল দৈনিক দেশবাংলার সঙ্গে। এখন বার্তা২৪ এর জেলা প্রতিনিধি। আগাগোড়া সততায় মোড়া শহীদুল বরাবরই আপোষহীন। তার অনুসন্ধানে সত্যতা মিললে সে প্রতিবেদন বন্ধের সাধ্য নেই কারোর।

একপর্যায়ে লোকজন মৃতপ্রায় শহিদুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাণোচ্ছল শহিদুলের নীরব নিথর দেহখানা পড়ে আছে হাসপাতাল শয্যায়। কয়েক ঘণ্টা পর পর জ্ঞান ফিরলেও কয়েক মিনিটেই আবার সম্বিত হারিয়ে ফেলছে সে। সাংবাদিক নির্যাতন বিরোধী সংগঠন বিএসসির নেতৃবৃন্দ ঢাকা থেকেই নওগাঁর পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন।

নওরোজ/এসএইচ

Please Share This Post in Your Social Media

বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির নিন্দা

নওগাঁয় আবারো সংঘবদ্ধ হামলার শিকার সাংবাদিক শহিদুল, গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধি
Update Time : ০৩:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

নওগাঁয় সংবাদ প্রকাশের জেরে মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কম-এর নওগাঁ জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম (২৫) আবারো সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি-বিএসসি।

দুর্বৃত্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন, বিএসসি’র নেতৃবৃন্দ। বিএসসি’র আহ্বায়ক কমিটির সদস্য নওগাঁর সাংবাদিক শহিদুল ইসলামের উপর অন্যায়ভাবে আক্রমণকারী এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। শহিদুলের ব্যাপারে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি-বিএসসি’র প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন ভাই।

তিনি বলেন, মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার চাকলা বাজার এলাকায় নাহিদ হোসেন নামে এক যুবকের নেতৃত্বে প্রকাশ্য ১৫-২০ জন এ হামলা চালায়। নাহিদ নওগাঁ সদর উপজেলার বক্তারপুর গ্রামের গোলামের ছেলে ও তার সহযোগি পলাশ এবং তার বাবা উকিল মিয়া হরিপুর গ্রামের বাসিন্দা, নাহিদের আরো সহযোগীদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আহত সাংবাদিক শহিদুল বার্তা২৪.কম এর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

এর আগে গত ১৬ অক্টোবর দুপুরে পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামে এক নব মুসলিম পরিবারকে অবরুদ্ধ রাখা সংক্রান্ত বিষয়ে তথ্য সংগ্রহে গেলে প্রথম দফায় হামলার শিকার হয়েছিলেন তিনি। পরে হামলাকারীদের অপকর্ম তুলে ধরে সংবাদ প্রকাশ করেছিলেন। এর জেরেই দ্বিতীয় দফায় তার ওপর আবারো সংঘবদ্ধ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামলার শিকার সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, গত ১৬ অক্টোবর প্রথম দফা হামলার শিকার হয়ে নাহিদসহ হামলাকারীদের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছিলাম। এরপরই হামলাকারীরা আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দিয়ে আসছিলো আত্মগোপনে থাকা নাহিদ বাহিনীর সদস্যরা।

এরই জেরে গত মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চাকলা বাজারে চারিদিক থেকে আমাকে ঘেরাও করে নাহিদ ও তার সঙ্গে থাকা ক্যাডার বাহিনীর ১৫-২০ সদস্য। এরপরই পকেট থেকে ছুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র বের করে আক্রমন চালায় তারা। নাহিদ মূলত অন-লাইনে জুয়ার এজেন্ট দেয় ও অবৈধভাবে ডলার লেনদেন করে যুবসমাজকে ধ্বংস করছে প্রতিনিয়ত। নাহিদসহ তার অন্যান্য বাহিনীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, গত ১৬ অক্টোবর প্রথম দফায় হামলার ঘটনাটি জানা মাত্রই তাৎক্ষণিক থানা পুলিশের একটি টিম পাঠিয়ে সাংবাদিক শহিদুলকে সেখান থেকে উদ্ধার করে আনা হয়েছিলো। এরপর থেকেই ঘটনাটি খতিয়ে দেখছিলো পুলিশ। এরই মধ্যে দ্বিতীয় দফায় আবারো তিনি হামলার শিকার হয়েছেন বলে জেনেছি। এ ঘটনায় জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।

সহকর্মী বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির আহ্বায়ক কমিটির সদস্য নওগাঁর সাংবাদিক শহিদুল ইসলামের উপর অন্যায়ভাবে আক্রমণকারী এক দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ। শহিদুলের ব্যাপারে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)র প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন ভাই।

তিনি বলেন, সাংবাদিক শহীদুল ইসলাম আমার সন্তানতুল্য, ভাই, ছাত্র, কর্মী, ভক্ত, সবকিছু। ছিল দৈনিক দেশবাংলার সঙ্গে। এখন বার্তা২৪ এর জেলা প্রতিনিধি। আগাগোড়া সততায় মোড়া শহীদুল বরাবরই আপোষহীন। তার অনুসন্ধানে সত্যতা মিললে সে প্রতিবেদন বন্ধের সাধ্য নেই কারোর।

একপর্যায়ে লোকজন মৃতপ্রায় শহিদুলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাণোচ্ছল শহিদুলের নীরব নিথর দেহখানা পড়ে আছে হাসপাতাল শয্যায়। কয়েক ঘণ্টা পর পর জ্ঞান ফিরলেও কয়েক মিনিটেই আবার সম্বিত হারিয়ে ফেলছে সে। সাংবাদিক নির্যাতন বিরোধী সংগঠন বিএসসির নেতৃবৃন্দ ঢাকা থেকেই নওগাঁর পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখেন।

নওরোজ/এসএইচ