ধানমন্ডি-৩২ নম্বরে গণপিটুনির শিকার রিকশাচালকের জামিন
- Update Time : ১২:০০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
- / ৩৯৬ Time View
ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমান আজ (রোববার, ১৭ আগস্ট) জামিন পেয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেছেন।
আসামিপক্ষে আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের জন্য আবেদন করেন, আর রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে কোনো বাধা নেই।
উল্লেখ্য, ১৫ আগস্ট ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আজিজুর রহমান গণপিটুনির শিকার হন। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১৬ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের সময় ধানমন্ডি থানার হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান।
মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে নিরীহ ছাত্র জনতার ওপর গুলি ও বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। ঘটনাস্থলে গুরুতর আহত মো. আরিফুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ দুই মাস চিকিৎসার পর তিনি কিছুটা সুস্থ হন।
এ ঘটনায় আরিফুল ইসলাম বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা করেন, যার অভিযোগে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়েছে।





































































































































































































