ব্রেকিং নিউজঃ
ধানখেতে মিলল কৃষকের মরদেহ

স্টাফ রিপোর্টার
- Update Time : ০৫:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ২১৩ Time View
ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের তিন দিন পর আব্দুস সামাদ নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার মদনপুর গ্রামের মাঠ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
আব্দুস সামাদ মদনপুর গ্রামের মৃত ইয়াজউদ্দিনের ছেলে। মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম আহমেদ বলেন, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে আব্দুস সামাদ রাতের খাবার খেয়ে মদনপুর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে বাড়ির পার্শ্ববর্তী মদনপুর গ্রামের মাঠের ধানখেতে তার অর্ধগলিত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।