ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
প্রথমবারের আন্তর্জাতিক মিডিয়ায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার নির্ধারিত সময়ে নির্বাচন না হলে দায় নেবেন ড. ইউনূস: ফখরুল ওসমানী বিমানবন্দরে ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা শাহবাগ-আগারগাঁও মেট্রোরেল চলাচল বন্ধ শরিয়তপুরের জেলা জজের বক্তব্য ঠিক নয় : রেজিস্ট্রার জেনারেল বাকৃবিতে নারী হয়ে নিজের সহপাঠীর অপ্রীতিকর ছবি সিনিয়র ভাইকে পাঠানোর অভিযোগ ‘লগি-বৈঠার তাণ্ডবের বিচার বাংলার মাটিতেই হবে’ তিন বিচারপতিকে শোকজের তথ্য সত্য নয়: সুপ্রিম কোর্ট ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন গণপূর্তে একটি অনিয়ম ঢাকতে আরেকটি অনিয়ম

দ্রুত সারিয়ে তুলুন অসহ্য ‘মাথা ব্যথা’

স্বাস্থ্য
  • Update Time : ১০:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / ২০৬ Time View

মাথাব্যথা খুব পরিচিত একটি সমস্যা। যেকোনো বয়সের মানুষেরাই মাথা ব্যথায় আক্রান্ত হতে পারেন। মাথাব্যথা হলে বিশেষ করে বমি বমি ভাব থেকে এবং একপর্যায়ে বমি হয়। মাথাব্যথা হওয়ার পরিচিত কারণগুলো হল— মানসিক চাপ, দুশ্চিন্তা, ক্লান্ত দেহ, সাইনাস সমস্যা, মাইগ্রেন, পানিশুন্যতা, কম ঘুম হওয়া ইত্যাদি। অনেকেরই মাথাব্যথা হলে ওষুধ খেয়ে থাকেন ব্যথা কমানোর জন্য। কিন্তু এই মাথাব্যথা আপনি চাইলে ওষুধ ছাড়াই সারিয়ে তুলতে পারেন। চলুন তা হলে জেনে নিই কিছু উপায়।

পানি
আপনার মাথাব্যথা যদি হয়ে থাকে পানিশূন্যতার জন্য তা হলে সহজেই আপনি মাথাব্যথা সারিয়ে তুলতে পারবেন।
১। একগ্লাস পানি পান করে নিন যখন আপনার মাথাব্যথা সাধারণ পর্যায়ে থাকবে। এরপর ধীরে ধীরে অল্প করে পানি পান করুন।
২। যখন আপনার মাথাব্যথা করবে তখন যেকোনো কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকুন।
লেবু
মাথা ব্যথার জন্য লেবু খুব উপকারী এবং লেবু দেহের এসিড—এলকালাইন (ধপরফ—ধষশধষরহব ) এর মাত্রা ঠিক রাখে।
১। মাথা ব্যথার সময় কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেয়ে নিন। পেটে গ্যাসের সমস্যা হলেও অনেক সময় মাথাব্যথা করে থাকে।
২। লেবুর খোসা গ্রেট করে পেস্ট বানিয়ে নিন ও ব্যথার আক্রান্ত স্থানে দিন দেখবেন কিছুক্ষণ পরেই ব্যথা কমে যাবে।
পুদিনা পাতা
মাথা ব্যথা হলে পুদিনা পাতা ব্যবহার করেই দেখুন খুব দ্রুত মাথাব্যথা কমে যাবে।
১। পুদিনা পাতা দিয়ে চা তৈরি করুন। পানি বয়েল হয়ে গেলে নামিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। তারপর মধু মিশিয়ে খেয়ে নিন।
২। মাথাব্যথা সারাতে আপনি পুদিনার পাতার তেল ব্যবহার করতে পারেন। ঘাড়ে, মাথায় ম্যাসাজ করুন ব্যথা কমে যাবে।
৩। মাথা ব্যথার সময় যে বমি বমি ভাব বা বমি হয় তখন পুদিনা পাতা খেতে পারেন।

Please Share This Post in Your Social Media

দ্রুত সারিয়ে তুলুন অসহ্য ‘মাথা ব্যথা’

স্বাস্থ্য
Update Time : ১০:২৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫

মাথাব্যথা খুব পরিচিত একটি সমস্যা। যেকোনো বয়সের মানুষেরাই মাথা ব্যথায় আক্রান্ত হতে পারেন। মাথাব্যথা হলে বিশেষ করে বমি বমি ভাব থেকে এবং একপর্যায়ে বমি হয়। মাথাব্যথা হওয়ার পরিচিত কারণগুলো হল— মানসিক চাপ, দুশ্চিন্তা, ক্লান্ত দেহ, সাইনাস সমস্যা, মাইগ্রেন, পানিশুন্যতা, কম ঘুম হওয়া ইত্যাদি। অনেকেরই মাথাব্যথা হলে ওষুধ খেয়ে থাকেন ব্যথা কমানোর জন্য। কিন্তু এই মাথাব্যথা আপনি চাইলে ওষুধ ছাড়াই সারিয়ে তুলতে পারেন। চলুন তা হলে জেনে নিই কিছু উপায়।

পানি
আপনার মাথাব্যথা যদি হয়ে থাকে পানিশূন্যতার জন্য তা হলে সহজেই আপনি মাথাব্যথা সারিয়ে তুলতে পারবেন।
১। একগ্লাস পানি পান করে নিন যখন আপনার মাথাব্যথা সাধারণ পর্যায়ে থাকবে। এরপর ধীরে ধীরে অল্প করে পানি পান করুন।
২। যখন আপনার মাথাব্যথা করবে তখন যেকোনো কোমল পানীয় খাওয়া থেকে বিরত থাকুন।
লেবু
মাথা ব্যথার জন্য লেবু খুব উপকারী এবং লেবু দেহের এসিড—এলকালাইন (ধপরফ—ধষশধষরহব ) এর মাত্রা ঠিক রাখে।
১। মাথা ব্যথার সময় কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেয়ে নিন। পেটে গ্যাসের সমস্যা হলেও অনেক সময় মাথাব্যথা করে থাকে।
২। লেবুর খোসা গ্রেট করে পেস্ট বানিয়ে নিন ও ব্যথার আক্রান্ত স্থানে দিন দেখবেন কিছুক্ষণ পরেই ব্যথা কমে যাবে।
পুদিনা পাতা
মাথা ব্যথা হলে পুদিনা পাতা ব্যবহার করেই দেখুন খুব দ্রুত মাথাব্যথা কমে যাবে।
১। পুদিনা পাতা দিয়ে চা তৈরি করুন। পানি বয়েল হয়ে গেলে নামিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। তারপর মধু মিশিয়ে খেয়ে নিন।
২। মাথাব্যথা সারাতে আপনি পুদিনার পাতার তেল ব্যবহার করতে পারেন। ঘাড়ে, মাথায় ম্যাসাজ করুন ব্যথা কমে যাবে।
৩। মাথা ব্যথার সময় যে বমি বমি ভাব বা বমি হয় তখন পুদিনা পাতা খেতে পারেন।