ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজঃ
ব্রাহ্মণবাড়িয়ায় ভাগ্নে-ভাগ্নিকে গলা কেটে হত্যার দায়ে মামার মৃত্যুদন্ড থমথমে রংপুর: কোটাবিরোধী শিক্ষার্থীদের দখলে রাজপথ ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মুক্ত ঘোষণা সিলেট শাবি’র হলে হলে আন্দোলকারীদের তল্লাশী, অস্ত্র উদ্ধার,ক্যাম্পাস না ছাড়ার ঘোষণা মোটরসাইকেল নিয়ে দ্বন্দ্বে ঘরে ঢুকে যুবককে গুলি করে হত্যা, গ্রেপ্তার ২ কোটাবিরোধী আন্দোলন: নোয়াখালীতে যুবদল-ছাত্রদলের ৫ নেতা গ্রেপ্তার ইসলামী বিশ্ববিদ্যালয় আবাসিক হল বন্ধ ঘোষণা, হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা পুলিশের ওপর হামলা ও আগুন লাগার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে – আর‌পিএম‌পি ক‌মিশনার কোটা সংস্কার আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের দাফন সম্পন্ন আমার ভাই মরলো কেন! প্রশাসন জবাব চাই’ শ্লোগানে উত্তাল গাইবান্ধা

দেহ হিমায়িত করে রাখবেন পিটার থিয়েল

Reporter Name
  • Update Time : ০৮:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ১১৭ Time View

অর্থ লেনদেনের সেবা পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা পিটার থিয়েলকে সবাই উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে সবাই জানে। মৃত্যুর পর তার দেহ ক্রায়োনিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফরচুন–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ভবিষ্যতে কোনো পদ্ধতি আবিষ্কার হলে যাতে পিটার থিয়েলকে আবার ফেরত আনা যায়, সে লক্ষ্যে তিনি তার দেহ হিমায়িত করে রাখবেন।

গত সপ্তাহে সাংবাদিক বারি ওয়েসিসের সঙ্গে এক পডকাস্টে যোগ দেন থিয়েল। ওই অনুষ্ঠানে তিনি ক্রায়োনিক পদ্ধতিতে নিজের দেহ সংরক্ষণ করে রাখার তথ্য সামনে আনেন। তবে থিয়েল বলেন, ক্রায়োনিক পদ্ধতি ঠিকমতো কাজ করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

আলকোরের এই ফ্রিজের মধ্যে হিমায়িত করে রাখা হয় শরীর। ছবি: রয়টার্স

পডকাস্ট অনুষ্ঠানে সাংবাদিক বারি ওয়েসিস থিয়েলকে প্রশ্ন করেন, ‘আপনার মৃত্যুর পর দেহ ক্রায়োনিক পদ্ধতিতে সংরক্ষণ করতে চুক্তি করেছেন, এটি কি সত্যি?’ এর জবাবে থিয়েল বলেন, ‘হ্যাঁ।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি ঠিকমতো কাজ করবে, তা প্রত্যাশা করি না। তবে আমি মনে করি, এটি এমন একটি বিষয়, যা আমরা চেষ্টা করে দেখতে পারি।’

দ্য টেলিগ্রাফ–এর এক প্রতিবেদন অনুযায়ী, ক্রায়োনিক সেবাদাতা প্রতিষ্ঠান আলকোরের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, ক্রায়োনিক পদ্ধতি গভীর ক্রায়োজেনিক ফ্রিজে তার শরীর হিমায়িত করে রেখে দেওয়া হবে।

পডকাস্টের উপস্থাপক থিয়েলকে প্রশ্ন করেন, ‘আপনি কোনো প্রিয়জনকে হিমায়িত করে রাখার কথা ভেবেছেন কি না?’ এর জবাবে থিয়েল বলেন, ‘এটা কাজ করবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। তবে আমি মনে করি, এটা পরীক্ষা করে দেখা উচিত। তবে এখনো এমন কিছু ঘটেনি।’

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে থিয়েলের মোট সম্পদের পরিমাণ ৮১৩ কোটি মার্কিন ডলার। পিটার থিয়েল পেপ্যাল প্রতিষ্ঠা করা ছাড়াও ফেসবুকের প্রতিষ্ঠাতাদের বাইরে প্রথম বিনিয়োগকারী ছিলেন। এ ছাড়া তিনি ফাউন্ডার্স ফান্ড নামের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন।

Please Share This Post in Your Social Media

দেহ হিমায়িত করে রাখবেন পিটার থিয়েল

Reporter Name
Update Time : ০৮:০৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩

অর্থ লেনদেনের সেবা পেপ্যালের সহ-প্রতিষ্ঠাতা পিটার থিয়েলকে সবাই উদ্যোক্তা ও বিনিয়োগকারী হিসেবে সবাই জানে। মৃত্যুর পর তার দেহ ক্রায়োনিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক ম্যাগাজিন ফরচুন–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, ভবিষ্যতে কোনো পদ্ধতি আবিষ্কার হলে যাতে পিটার থিয়েলকে আবার ফেরত আনা যায়, সে লক্ষ্যে তিনি তার দেহ হিমায়িত করে রাখবেন।

গত সপ্তাহে সাংবাদিক বারি ওয়েসিসের সঙ্গে এক পডকাস্টে যোগ দেন থিয়েল। ওই অনুষ্ঠানে তিনি ক্রায়োনিক পদ্ধতিতে নিজের দেহ সংরক্ষণ করে রাখার তথ্য সামনে আনেন। তবে থিয়েল বলেন, ক্রায়োনিক পদ্ধতি ঠিকমতো কাজ করবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

আলকোরের এই ফ্রিজের মধ্যে হিমায়িত করে রাখা হয় শরীর। ছবি: রয়টার্স

পডকাস্ট অনুষ্ঠানে সাংবাদিক বারি ওয়েসিস থিয়েলকে প্রশ্ন করেন, ‘আপনার মৃত্যুর পর দেহ ক্রায়োনিক পদ্ধতিতে সংরক্ষণ করতে চুক্তি করেছেন, এটি কি সত্যি?’ এর জবাবে থিয়েল বলেন, ‘হ্যাঁ।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি ঠিকমতো কাজ করবে, তা প্রত্যাশা করি না। তবে আমি মনে করি, এটি এমন একটি বিষয়, যা আমরা চেষ্টা করে দেখতে পারি।’

দ্য টেলিগ্রাফ–এর এক প্রতিবেদন অনুযায়ী, ক্রায়োনিক সেবাদাতা প্রতিষ্ঠান আলকোরের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, ক্রায়োনিক পদ্ধতি গভীর ক্রায়োজেনিক ফ্রিজে তার শরীর হিমায়িত করে রেখে দেওয়া হবে।

পডকাস্টের উপস্থাপক থিয়েলকে প্রশ্ন করেন, ‘আপনি কোনো প্রিয়জনকে হিমায়িত করে রাখার কথা ভেবেছেন কি না?’ এর জবাবে থিয়েল বলেন, ‘এটা কাজ করবে কি না, তা নিয়ে আমি নিশ্চিত নই। তবে আমি মনে করি, এটা পরীক্ষা করে দেখা উচিত। তবে এখনো এমন কিছু ঘটেনি।’

ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে থিয়েলের মোট সম্পদের পরিমাণ ৮১৩ কোটি মার্কিন ডলার। পিটার থিয়েল পেপ্যাল প্রতিষ্ঠা করা ছাড়াও ফেসবুকের প্রতিষ্ঠাতাদের বাইরে প্রথম বিনিয়োগকারী ছিলেন। এ ছাড়া তিনি ফাউন্ডার্স ফান্ড নামের বিনিয়োগকারী প্রতিষ্ঠানের অংশীদার ছিলেন।