ব্রেকিং নিউজঃ
দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ
জাতীয় ডেস্ক
- Update Time : ১০:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ২৯৬২ Time View
তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।
রোববার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন আর নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন।
ইসি সচিব বলেন, দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।
তিনি আরও বলেন, এ ভোটার তালিকা দিয়ে সংসদ নির্বাচন করা হবে। দাবি-আপত্তি শুধু এ নতুনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাকিদের তো আগে আছে।
উল্লেখ্য, চলতি মাসের ১৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে।
Tag :
ইসি আখতার আহমেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কমিশন ভোটার সংখ্যা সিনিয়র সচিব আখতার আহমেদ
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
জনপ্রিয়







































































































































































































